অম্বিকা শ্রেষ্ঠা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অম্বিকা শ্রেষ্ঠা একজন নেপালি উদ্যোক্তা। শ্রেষ্ঠা দ্বারিকা'স হোটেল অ্যান্ড রিসোর্টের সভাপতি। [১]

শ্রেষ্ঠা, যিনি ভারতের দার্জিলিংয়ে জন্মগ্রহণ করেন, তিনি সেন্ট জোসেফে তার মাধ্যমিক শিক্ষা লাভ করেন। শিল্পী দ্বারিকা দাস শ্রেষ্ঠাকে বিয়ে করার পর তিনি নেপালে স্থায়ী হন। অম্বিকার সহায়তায়, শ্রেষ্ঠা প্রাচীন শিল্পের সংগ্রহ সহ একটি ঐতিহ্যবাহী হোটেল প্রতিষ্ঠা করেন।

আম্বিকা ১৯৯১ সালে তার স্বামীর মৃত্যুর পর তিনি আর তার স্বামী যে হোটেলটি প্রতিষ্ঠা করেছিলেন সেটা পরিচালনা করেন। [২] অম্বিকা নেপালে স্পেনের অনারারি কনস্যুলেট জেনারেল হিসেবে কাজ করছেন। [২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Financial institutions still neglect women entrepreneurs: Ambica Shrestha ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ ডিসেম্বর ২০১৩ তারিখে My Republica
  2. Ambica Shrestha and her little den Boss Nepal Magazine
  3. "For an entrepreneur, sky is the limit"- Ambica Shrestha ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৩-১২-০৬ তারিখে The Samriddhi Foundation