অপারেশন অল ক্লিয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অপারেশন অল ক্লিয়ার
মূল যুদ্ধ: উত্তর-পূর্ব ভারতে বিচ্ছিন্নতাবাদী বিদ্ৰোহ

অপারেশনটিকে স্মরণীয় করে রাখতে ডোচু-লা পাসের উপর নির্মিত স্মারক
তারিখ১৫ ডিসেম্বর ২০০৩ (2003-12-15) – ৩ জানুয়ারি ২০০৪ (2004-01-03)
অবস্থান
ভুটানের দক্ষিণাঞ্চল
ফলাফল

ভুটানের বিজয়

  • বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ঘাটি উচ্ছেদ
  • ভুটানের আশ্রয় নেওয়া বিচ্ছিন্নতাবাদী সংগঠনসমূহের বিতাড়ন
বিবাদমান পক্ষ

 Bhutan

সমৰ্থন করে:
 India

22px উলফা

22px এনডিএফবি

22px কেএলও

22px এনএসসিএন

22px এটিটিএফ

22px বিএলটিএফ[২][৩]
22px এমইউএলটিএ
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
ভুটান জিগমে সিংয়ে ওয়াংচুক
ভুটান জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক
ভুটান জিগমে থিনলে
ভুটান লাম দর্জি
ভুটান বাতু শেরিং
ভারত নিৰ্মল চন্দ্র ভীজ
[৪][৫]
22px অরবিন্দ রাজখোয়া
22px ভীমকান্ত বুড়াগোহাইন  যু. বন্দী
22px মিথিঙ্গা দাইমারি  যু. বন্দী
22px রঞ্জন দাইমারি
22px মিল্টন বর্মণ  যু. বন্দী
22px টম অধিকারী  যু. বন্দী
22px হৰ্ষবৰ্ধন বৰ্মন  যু. বন্দী[৪][৬][৭]
শক্তি
৬,০০০ রয়্যাল ভুটান সেনাবাহিনী
৬৩৪ ভুটানি মিলিশিয়া[১][৬]
১,৫০০–৩,৫০০[৬]
হতাহত ও ক্ষয়ক্ষতি
১১–৩৪ নিহত
৩৫–৬০ আহত[৮]
১৬০ নিহত
৪৯০ বন্দি[৬]

অপারেশন অল ক্লিয়ার ছিল ২০০৩ খ্রিস্টাব্দের ১৫ ডিসেম্বর হতে  ২০০৪ খ্রিস্টাব্দের ৩ জানুয়ারি পর্যন্ত দক্ষিণ ভুটানে বসতি স্থাপনকারী আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির ঘাঁটিগুলি পরিষ্কার করার লক্ষ্যে  রয়্যাল ভুটান সেনাবাহিনী দ্বারা পরিচালিত একটি সামরিক অভিযান। এই অভিযানটি ছিল রয়্যাল ভুটান সেনাবাহিনীর এ পর্যন্ত প্রথম অপারেশন।

পটভূমি[সম্পাদনা]

১৯৯০ খ্রিস্টাব্দে, ভারতীয় সেনাবাহিনী ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম  বা সংক্ষেপে উলফা- এর বিরুদ্ধে অপারেশন বজরং এবং অপারেশন রাইনো শুরু করে। ফলে দলটির সদস্যরা ভুটানে আশ্রয় নিতে বাধ্য হয়। [৬]

১৯৯০-এর দশকে, উলফা এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ড বা সংক্ষেপে 'এনডিএফবি' শরণার্থীদের রেখে যাওয়া জমি দখল করে আদিবাসী লোটশাম্পা জনগোষ্ঠীকে বিতাড়িত করতে ভুটান সরকারকে সহায়তা করেছিল বলে অভিযোগ।[৫][৯] পরে ১৯৯৬ খ্রিস্টাব্দে ভুটান সরকার লক্ষ্য করে যে, ভুটানের দক্ষিণে ভারত-ভুটান সীমান্তের কাছে নানা সংস্থার প্রচুর সংখ্যক শিবির তথা ঘাঁটি স্থাপিত হয়ছে। শিবিরগুলি'র চারটি ছিল আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী- উলফা,  ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ড ('এনডিএফবি') বোরো লিবারেশন টাইগার ফোর্স (বিএলটিএফ) এবং কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (কেএলও)-র। শিবিরগুলি'তে 'ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড' (এনএসসিএন) এবং 'অল ত্রিপুরা টাইগার ফোর্স' (এটিটিএফ) এর বিচ্ছিন্নতাবাদীদেরও আশ্রয় দেওয়া হয়েছিল। [৪]

এই শিবিরগুলি সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ সরঞ্জাম সংরক্ষণ এবং ভারতের বিশেষ বিশেষ লক্ষ্যবস্তুতে আক্রমণ চালানোর জন্য ব্যবহৃত হচ্ছিল। অন্যদিকে এই অঞ্চলের ঘন জঙ্গল জঙ্গিদের সহজেই ভারতীয় ভূখণ্ডে আক্রমণ করতে সক্ষম করেছিল। [১০] ভারত সরকার তখন ভুটানের উপর কূটনৈতিক চাপ প্রয়োগ করে, তাদের এলাকা থেকে বিদ্রোহী সংগঠনগুলিকে উচ্ছেদে যৌথ সামরিক অভিযান পরিচালনার প্রস্তাব দেয়। ভুটান সরকার শান্তিপূর্ণ সমাধান পছন্দ করে এবং ভারতের প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং পরিবর্তে ১৯৯৮ খ্রিস্টাব্দে ভুটান সরকার একটি শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আলাপ আলোচনা শুরু করে। উলফার সঙ্গে পাঁচ দফা, এনডিএফবি'র সঙ্গে তিন দফা আলোচনা হয়। কেএলও সরকারের পাঠানো সমস্ত আমন্ত্রণ উপেক্ষা করে। ২০০১ খ্রিস্টাব্দের  জুন মাসে, উলফা চারটি শিবির বন্ধ করতে সম্মত হয়, কিন্তু ভুটান সরকার জানতে পারে যে ক্যাম্পগুলি চালুই রয়েছে। [৬]

২০০৩ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ভুটানের সংসদ সদস্যদের একটি দল ১৮ থেকে ৫০ বছর বয়সী সকল নাগরিকের জন্য একটি সুইস-শৈলী মিলিশিয়া প্রশিক্ষণ প্রবর্তনের মাধ্যমে ভুটানি মিলিশিয়ার সংখ্যা বাড়ানোর প্রস্তাব করেছিল। সেনাবাহিনী গঠনের প্রস্তাব করেছিল, কিন্তু প্রস্তাবটি পররাষ্ট্রমন্ত্রী জিগমে থিনলে এবং ব্রিগেডিয়ার জেনারেল বাতু শেরিং দ্বারা প্রত্যাখ্যাত হয়েছিল। তারা উল্লেখ করেন ভারত-ভুটান সীমান্তে রাজকীয় ভুটান সেনাবাহিনীর পাঁচ হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে। [১১]

২০০৩ খ্রিস্টাব্দের সেপ্টেম্বরের মধ্যে আলোচনায় কোন রকমের সমাধান বা চুক্তিতে পৌঁছান সম্ভব হল না বরং উলফা ঘাঁটি, পরিত্যক্ত বাড়িতে বিক্ষিপ্ত হামলা চলতে থাকে। শেষে ভুটান তার মিলিশিয়া বাহিনী পুনঃপ্রতিষ্ঠিত করে। ২০০৩ খ্রিস্টাব্দের ১৫ সেপ্টেম্বর নাগাদ ৬৩৪ জন স্বেচ্ছাসেবক নিয়ে ভুটানি মিলিশিয়া গঠিত হয় এবং দুই মাসের প্রশিক্ষণের পর তাদের দেশের দক্ষিণাঞ্চলে মোতায়েন করা হয়। ভুটান সরকার তাদের এলাকায় বিদ্রোহী জঙ্গীদলগুলির উপস্থিতি আর সহ্য করতে চাননি। ১৮ ডিসেম্বর তারিখে ৪৮ ঘন্টার আলটিমেটাম জারি করে এবং ১৫ ডিসেম্বর রাজকীয় ভুটান সেনাবাহিনী জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে।

অপারেশন[সম্পাদনা]

ভুটানের মানচিত্র।
  • ১৪ ডিসেম্বর ২০০৩: দুই উলফা কমান্ডার পৃথক বিবৃতিতে বলেছেন যে, রয়্যাল আর্মি মেজর অপারেশনের আগের দিন উলফা ক্যাম্প পরিদর্শন করেছিলেন এবং তাদের জানিয়েছিলেন যে ভুটানের রাজা পরের দিন একটি বন্ধুত্বপূর্ণ উপায়ে আলফা ক্যাম্প পরিদর্শন করবেন। রয়্যাল ভুটান সেনাবাহিনী উলফা ক্যাম্প আক্রমণ করে। [৭][১০] ১৬ ডিসেম্বর, ২০০৩: ভুটান থেকে বিদ্রোহী সদস্যদের ভারতে প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীর ১২ টি ব্যাটালিয়ন সীমান্তে মোতায়েন করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী রয়্যাল ভুটান আর্মিকে হেলিকপ্টার দিয়ে সাহায্য করে। দিনের শেষে, দশটি ক্যাম্প ধ্বংস করা হয়। [৮][১২]
  • ১৮ ডিসেম্বর, ২০০৩: তিন দিন জঙ্গলে লুকিয়ে থাকার পর, উলফা'র একটি দল একটি বৌদ্ধ বিহারে আত্মসমর্পণ করে।[৭]
  • ২০ ডিসেম্বর ২০০৩: অপারেশন শুরুর পাঁচ দিন পর, মোট ত্রিশটি ক্যাম্প খালি করে আগুন ধরিয়ে দেওয়া হয়। [৬]
  • ২৫ ডিসেম্বর ২০০৩: কেএলও সহ-সভাপতি হর্ষবর্ধন বর্মন সহ পাঁচজন শীর্ষ বিদ্রোহী নেতাকে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তেজপুরে আনা হয় । ভুটান সেনাবাহিনীর হাতে মোট ১২০ জন সদস্য প্রাণ হারান। অনেকে ভারত ও বাংলাদেশে পালিয়ে যায়। [৪]
  • ২৭ ডিসেম্বর ২০০৩ পর্যন্ত, ভুটান সেনাবাহিনীর ৫০০ টিরও বেশি একই সিরিজের রাইফেল, রকেট লঞ্চার, মর্টার এবং টেলিযোগাযোগ সরঞ্জাম বাজেয়াপ্ত করে। আলফা সদর দফতর থেকে একটি বিমান ধ্বংসকারী উদ্ধার করা হয়েছে। ধৃত সকল সদস্য ও অস্ত্র ভারতীয় সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। [১৩]মোকাবেলায় তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। [৬]
  • ৩০ ডিসেম্বর ২০০৩: গোবরকুণ্ডে একটি আলফা ক্যাম্প ধ্বংস করা হয়। ঘটনাস্থল থেকে একটি জেনারেটর, ২০ টন চাল ও একটি টেলিভিশন সেট উদ্ধার করা হয়েছে। [১৪]
  • ৩ জানুয়ারী ২০০৪ এর মধ্যে, অতিরিক্ত ৩৫টি ঘাঁটি ধ্বংস করা হয়েছিল। [১৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bhutan's Militia"Kuensel। ১৫ সেপ্টেম্বর ২০০৩। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৪ 
  2. "Bodo Liberation Tigers (BLT) - Former Terrorist Group of Assam"SATP। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৪ 
  3. "Bhutan Backgrounder"SATP। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৪ 
  4. Anand Kumar (২৫ ডিসেম্বর ২০০৩)। "Operation All Clear: Bhutan's step for regional security"Kathmandu Post। ৭ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৪ 
  5. Anand Swaroop Verma (এপ্রিল ২০০৪)। "The military Offensive against ULFA"Revolutionary Democracy। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৪ 
  6. Dipankar Banerjee (জানুয়ারি ২০০৪)। "Implications for insurgency and security cooperation" (পিডিএফ)IPCS। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৪  উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "XdF" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  7. "Bhutan attack was betrayal, says Ulfa leader"Telegraph India। ২২ জুলাই ২০০৪। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১০  উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "RqP" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  8. "A Nation Pays Tribute"Kuensel। ১৫ আগস্ট ২০০৪। জুন ১০, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৪ 
  9. Praveen Kumar (জুলাই ২০০৪)। "Assessing Bhutan's Operation All Clear"IDSA। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৪ 
  10. Teresa Rehman (২৭ জানুয়ারি ২০০৭)। "Seek Revenge!"Tehelka। ৩ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৪ 
  11. Tashi Dema (১৬ জুন ২০০৭)। "Militia Should Start in 2008"Kuensel। জুন ১০, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৪ 
  12. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; IhF নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  13. "Protecting mutual concerns and interests"Kuensel। ২৭ ডিসেম্বর ২০০৩। জুন ১০, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৪ 
  14. "The Bodo & Ulfa Problem"Kuensel। ৩ জানুয়ারি ২০০৪। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৪ 
  15. "RBA Makes Good Progress in Flushing Out Operations"Kuensel। ৩ জানুয়ারি ২০০৪। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৪