বিষয়বস্তুতে চলুন

অধিনবতারা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাসার শিল্পী কর্তৃক অঙ্কিত সবচেয়ে উজ্জ্বল অধিনবতারার একটি এসএন ২০০৬জিওয়াই এর চিত্র

অধিনবতারা বা হাইপারনোভা (ইংরেজি: hypernova) এক প্রকার তারকা বিস্ফোরণ যা সাধারণ অতিনবতারার চেয়ে বহুগুণ বেশি শক্তি সম্পন্ন। অধিনবতারার বিকল্প নাম হিসেবে "অত্যুজ্জ্বল অতিনবতারা" (ইংরেজি: superluminous supernova, সংক্ষেপে SLSN) ও ব্যবহার করা হয়। এই বিস্ফোরণগুলো দীর্ঘ কালব্যপী গামা-রশ্মি বিদারণের কারণ বলে ধারণা করা হয়।[]

সাধারণ অতিনবতারার মত অধিনবতারাও বিভিন্ন রকম তারকা বিস্ফোরণের কারণে সৃষ্ট হয়ে থাকে: যার মধ্যে কয়েকটি ভালোভাবে জ্ঞাত ও সাম্প্রতিককালে পর্যবেক্ষিত, কয়েকটি অধিনবতারার পর্যবেক্ষণ থেকে অনিশ্চিতভাবে প্রস্তাবিত, আর কয়েকটি সম্পূর্ণভাবে তাত্ত্বিক। এ পর্যন্ত ১সি শ্রেণী ও ২এন শ্রেণীর অতিনবতারার সাথে সংশ্লিষ্ট অনেক অধিনবতারা, এবং অন্তত একটি সম্ভাব্য ২বি শ্রেণীর সাথে সংশ্লিষ্ট অধিনবতারা পর্যবেক্ষিত হয়েছে।[]

অতীতে ভগ্নতারা (ইংরেজি: collapsed star, সংক্ষেপে collapsar) শব্দটি দ্বারা নাক্ষত্রিক ভরযুক্ত কৃষ্ণগহ্বর, যা একটি তারার মহাকর্ষীয় অন্তঃস্ফোটনের (ইংরেজি: gravitational collapse) ফলে সৃষ্ট শেষ বস্তু, তা বোঝানো হত। বর্তমানে শব্দটি একটি দ্রুত-ঘুর্ণনশীল তারার নির্দিষ্ট প্রকৃতির অন্তঃস্ফোটনকে নির্দেশ করার জন্য মাঝেমধ্যে ব্যবহৃত হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "A Hypernova: The Super-charged Supernova and its link to Gamma-Ray Bursts"Imagine the Universe!। NASA। ১৯ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১১ 
  2. Hamuy, M.; Deng, J.; Mazzali, P. A.; Morrell, N. I.; Phillips, M. M.; Roth, M.; Gonzalez, S.; Thomas-Osip, J.; Krzeminski, W.; Contreras, C.; Maza, J.; González, L.; Huerta, L.; Folatelli, G. N.; Chornock, R.; Filippenko, A. V.; Persson, S. E.; Freedman, W. L.; Koviak, K.; Suntzeff, N. B.; Krisciunas, K. (২০০৯)। "Supernova 2003bg: The First Type IIb Hypernova" (pdf)The Astrophysical Journal703 (2): 1612–1623। arXiv:0908.1783অবাধে প্রবেশযোগ্যডিওআই:10.1088/0004-637X/703/2/1612বিবকোড:2009ApJ...703.1612H