বিষয়বস্তুতে চলুন

অতুল বোরা সিনিয়র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অতুল বোরা
Member of Legislative Assembly
Dispur constituency
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০১৬
পূর্বসূরীআকোন বোরা
নির্বাচনী এলাকাDispur
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৪৯
আসাম
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
অন্যান্য
রাজনৈতিক দল
অসম গণপরিষদ (১৯৮৫–২০১২)
প্রাক্তন শিক্ষার্থীগুয়াহাটি বিশ্ববিদ্যালয়
পেশারাজনীতিবিদ

অতুল বোরা আসামের একজন ভারতীয় জনতা পার্টির রাজনীতিবিদ। তিনি ১৯৮৫ থেকে ১৯৯৬ সালে আসাম বিধানসভা নির্বাচনে এবং ২০১৬ সালে দিসপুর থেকে নির্বাচিত হয়েছেন।[][][] তিনি অসম গণ পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি ২০১৩ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।[] তিনি প্রফুল্ল কুমার মহন্ত সরকারের মন্ত্রীও ছিলেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]