অতুল বোরা সিনিয়র
অবয়ব
অতুল বোরা | |
---|---|
Member of Legislative Assembly Dispur constituency | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২০১৬ | |
পূর্বসূরী | আকোন বোরা |
নির্বাচনী এলাকা | Dispur |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৪৯ আসাম |
জাতীয়তা | ভারতীয় |
রাজনৈতিক দল | ভারতীয় জনতা পার্টি |
অন্যান্য রাজনৈতিক দল | অসম গণপরিষদ (১৯৮৫–২০১২) |
প্রাক্তন শিক্ষার্থী | গুয়াহাটি বিশ্ববিদ্যালয় |
পেশা | রাজনীতিবিদ |
অতুল বোরা আসামের একজন ভারতীয় জনতা পার্টির রাজনীতিবিদ। তিনি ১৯৮৫ থেকে ১৯৯৬ সালে আসাম বিধানসভা নির্বাচনে এবং ২০১৬ সালে দিসপুর থেকে নির্বাচিত হয়েছেন।[১][২][৩] তিনি অসম গণ পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি ২০১৩ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।[৪] তিনি প্রফুল্ল কুমার মহন্ত সরকারের মন্ত্রীও ছিলেন।