অক্ষয় ভেঙ্কটেশ
অক্ষয় ভেঙ্কটেশ | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া |
পুরস্কার | SASTRA Ramanujan Prize (2008) Salem Prize (2007) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | গণিত গাণিতিক পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় |
ডক্টরাল উপদেষ্টা | পিটার ক্লাইভ সারনাক |
ডক্টরেট শিক্ষার্থী | Pankaj Vishe |
অক্ষয় ভেঙ্কটেশ (ইংরেজি: Akshay Venkatesh) একজন ভারতীয় অস্ট্রেলীয় গণিতবিদ। তার গবেষণা স্বার্থ গণনা ক্ষেত্রের মধ্যে আছে, অটোমোরফিক ফর্ম এবং সংখ্যা তত্ত্ব সমীকরণগত সমস্যাবিশেষ প্রতিনিধিত্ব তত্ত্ব, স্থানীয়ভাবে সমান্ত্রিক স্থান এবং এরগোডিক (ergodic) তত্ত্ব।[১] তিনি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ও আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড যা তিনি ১২ বছর বয়সে করেছেন, উভয় ক্ষেত্রেই পদক জয়ী একমাত্র অস্ট্রেলীয়।[২][৩]
জীবনী
[সম্পাদনা]ভেঙ্কটেশ ১৯৯৩ সালে ২৪তম আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড এ ব্রোঞ্জ পদক লাভ করেন। ১৯৯৪ সালে ৬ষ্ঠ এশিয়া প্যাসিফিক গণিত অলিম্পিয়াডে রৌপ্য পদক এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড এ ব্রোঞ্জ পদক লাভ করেন। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ২০০২ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার পিএইচডি উপদেষ্টা ছিলেন পিটার ক্লাইভ সারনাক। ২০০৮ সালে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এ অধ্যাপক হিসেবে যোগদান করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "News - Clay Mathematics Institute"। www.claymath.org। ১ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৭।
- ↑ "Former Australian IMO Team Members"। Australian Mathematics Trust। ৪ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৩।
- ↑ "Maths boy wonder shows how to stack oranges"। University of Western Australia। ১৫ জুলাই ২০১১। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৩।