বিষয়বস্তুতে চলুন

পানছড়ি রাবার ড্যাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পানছড়ি রাবার ড্যাম বাংলাদেশের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার শান্তিপুর এলাকায় চেঙ্গী নদীর উপর নির্মিত একটি বাঁধ এবং দর্শনীয় স্থান।[][]

নির্মাণ

[সম্পাদনা]

কৃষকদের কথা বিবেচনা করে ২০১৩ সালের জুন মাসে বাঁধটির নির্মাণকাজ শেষ করা হয়[][] এবং ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটি উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মতে, বাঁধটি নির্মাণ করতে খরচ হয়েছে ১০ কোটি টাকা।[][][]

বিবরণ

[সম্পাদনা]

বাঁধটির দৈর্ঘ্য প্রায় ৮০ মিটার (২৬৩ ফুট) এবং উচ্চতা ২.৫ মিটার (৮.২ ফুট)।[] বাঁধের স্থিতিশীলতা বজায় রাখতে এবং ভাঙন হতে রক্ষা করতে কংক্রিটের ব্লক তৈরি করা হয়েছে। বাঁধের অভ্যন্তরে বড় আকৃতির রাবারের টিউবে বাতাস ভরে পানির গতি নিয়ন্ত্রণ করা হয়। বর্ষাকালে বাঁধগুলো ১০ ফুট উচ্চতা পর্যন্ত তুলে দেয়া হয় এবং অবশিষ্ট পানি বাঁধ অতিক্রম করে প্রবাহিত হয়।[] বাঁধের পাশে রয়েছে 'চেঙ্গী নদী রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি'র কার্যালয়।[]

প্রভাব

[সম্পাদনা]

বাঁধটি নির্মাণ করার পর প্রায় ১২০০ হেক্টর জমি সেচের আওতায় আসে। চেঙ্গী নদীর উপর বাঁধটি স্থাপন করায় নদীর পানি প্রায় দুই কিলোমিটার পর্যন্ত এলাকা প্লাবিত করেছে।[] শুষ্ক মৌসুমে অন্তত ১৫০০ একর অনাবাদি জমি চাষের আওতায় আনা হয়েছে।[] পানছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সূত্রমতে, ২০১৪ সালে এই এলাকায় ৯৩ হেক্টর জমিতে বোরো ধান, ৫৫ হেক্টর জমিতে শাকসবজি, ৬৮ হেক্টর জমিতে ফলমূলের বাগান ও ৭ হেক্টর জমিতে ভূট্টার চাষ বৃদ্ধিসহ মোট ৭৮০ মেট্রিক টন খাদ্যশস্য বেশি উৎপাদিত হয়েছে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. প্রতিবেদক, নিজস্ব (২০১৪-০১-১৬)। "১২ হাজার হেক্টর জমি সেচের আওতায়"প্রথম আলো। ২০২৪-০৮-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০১ 
  2. সরকার, রিপন (২০২৩-০৩-২৭)। "স্বেচ্ছাশ্রমে সৌন্দর্য ফিরে পেলো পানছড়ির রাবার ড্যাম"ঢাকানিউজ২৪.কম। ২০২৪-০৮-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০১ 
  3. "পানছড়ির রাবার ড্যাম পাল্টে দিচ্ছে হাজারও কৃষকের ভাগ্য"বাংলা ট্রিবিউন। ২০১৬-০২-১৭। ২০২৪-০৮-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০১ 
  4. "দর্শনার্থীর পদচারণে মুখরিত চেংগী নদীর রাবার ড্যাম"রাইজিংবিডি.কম। ২০১৩-১২-২৩। ২০২৪-০৮-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০১ 
  5. প্রতিবেদক, নিজস্ব (২০১৪-০৬-০৮)। "রাবার ড্যামে বেড়েছে ফলন"প্রথম আলো। ২০২৪-০৮-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০১ 
  6. প্রতিবেদক, নিজস্ব (খাগড়াছড়ি) (২০২৪-০৪-১৮)। "তীব্র দাবদাহে পানছড়ির রাবার ড্যামে দর্শনার্থীদের ভিড়"কালের কন্ঠ। ২০২৪-০৪-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০১ 
  7. "রাবার ড্যামে চেঙ্গী নদীপাড়ের কৃষকদের সুদিন"বাংলানিউজ২৪.কম। ২০১৬-১০-১৬। ২০২৪-০৮-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০১ 
  8. "Rubber dam on Chengi River makes farmers self-reliant" [চেঙ্গী নদীর রাবার ড্যাম কৃষকদের স্বাবলম্বী করে তুলেছে]। ডেইলি অবজার্ভার। ২০১৬-০৩-০৪। ২০২৪-০৮-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০২