বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৭৮

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাসার মহাকাশযান কর্তৃক ২০১০ সালের ২৬ আগস্ট আবিস্কারের পূর্বে শিল্পীর কল্পনায় কেপলার-১১-এর তিনটি গ্রহের পরিক্রমণ।

কেপলার-১১ হল সূর্যের চেয়ে সামান্য বড় সূর্য সদৃশ একটি তারা যা সিগনাস তারামণ্ডলে অবস্থিত, এবং পৃথিবী থেকে প্রায় ২,১১০ আলোকবর্ষ দূরে অবস্থিত। এটা কেপলার মহাকাশযানের দৃষ্টি ক্ষেত্রের মধ্যে অবস্থিত। নক্ষত্রকে কেন্দ্র করে ঘূর্ণয়মান থাকে এমন গ্রহ শনাক্ত করতে নাসার কেপলার মিশন এই উপগ্রহটি ব্যবহার করে থাকে। ২০১১ সালের ২ ফেব্রুয়ারি ঘোষিত তারামন্ডলটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ঘন সন্নিবেশিত ও সমতল তারামন্ডল। ছয়টি পরিক্রমকারী গ্রহ সহ আবিষ্কৃত এটিই প্রথম তারামন্ডল। আবিষ্কৃত সবগুলো গ্রহই পৃথিবীর চেয়ে বড়, যার মধ্যে সবচেয়ে বড়টি প্রায় নেপচুনের সমান। কেপলার-১১ নামটি কেপলার মিশনের জন্য নামকরণ করা হয়: কেপলারের দৃষ্টি ক্ষেত্রের মধ্যে এটি ১১তম তারা যার সাথে গ্রহমন্ডল রয়েছে। গ্রহগুলোর বর্ণানুক্রমে নামকরণ করা হয়, পৃথক করার জন্য অন্তরতম দিয়ে শুরু: বি, সি, ডি, ই, এফ, এবং জি, তাদের নিজস্ব তারকার নামের সাথে জুড়ে দেয়া হয়। (বাকি অংশ পড়ুন...)