বিষয়বস্তুতে চলুন

আলাপ:দেশি সারস/ভালো নিবন্ধ ১

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: মোহাম্মদ মারুফ কর্তৃক ১৭ দিন আগে "ভালো নিবন্ধের পর্যালোচনা" অনুচ্ছেদে

ভালো নিবন্ধের পর্যালোচনা

[সম্পাদনা]

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক: R1F4T (আলাপ · অবদান) ০৬:৪৮, ৬ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@R1F4T আপনার পর্যালোচনাকৃত নিবন্ধে কিছু সমস্যা রয়েছে।যেমন:
  1. তথ্যসূত্রগুলো বাংলায় নেই।
  2. নিবন্ধে অনেকগুলো ইংরেজি শব্দ রয়েছে। এগুলো প্রতিবর্ণীকপ্রণ করতে হবে।
  3. অন্যান্য উৎস এবং বহিঃসংযোগ অনুচ্ছেদদয় পুরোপুরি ইংরেজি ভাষায় রয়েছে। এগুলো অনুবাদ করতে হবে।
দয়া করে এই সমস্যাগুলো সমাধান করে জানাবেন। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ১২:১৭, ৮ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
ভুল গুলো ধরিয়ে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। -- R1F4T (আলাপ · অবদান) ১৩:০০, ৮ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@মোহাম্মদ মারুফ পর্যালোচনা করে দিন। -- R1F4T (আলাপ · অবদান) ০২:৪৩, ১৪ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@R1F4T আপনি বেশ উন্নতি করেছেন নিবন্ধটিতে। কিন্তু কিছু কিছু যায়গায় আরও কিছু সংশোধন বাকি রয়ে গেছে। যেমন: কিছু তথ্যসূত্রে বিশেষ করে সাময়িকী তথ্যসূত্র গুলোয় বিয়ের নাম প্রতিবর্ণীকরণ বাকি রয়েছে। আর ওয়েবসাইট বা সংবাদ বিষয়ক তথ্যসূত্রগুলোয় শিরোনাম অনুবাদ করতে হয়। আমি কিছু ঠিক করে দিয়েছি। উদাহরণ হিসাবে দেখতে পারেন। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ০৩:৩৪, ১৪ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
পুনশ্চ: আপনি উদাহরণ হিসাবে হাসিব আহসান পাতাটিওদেখতে পারেন। এখানে ইংরেজি শিরোনামের পাশাপাশি বাংলা শিরোনাম ও রাখা হয়েছে। এরূপ ও করতে পারেন। অথবা শুধু বাংলা করে দিতে পারেন। মোঃ মারুফ হাসান (আলাপ) ০৩:৩৭, ১৪ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
সময় সাপেক্ষ বিষয় -- R1F4T (আলাপ · অবদান) ০৮:৩৩, ১৪ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
কাজ শেষ হলে আবার জানাবো -- R1F4T (আলাপ · অবদান) ০৮:৩৪, ১৪ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@R1F4T হ্যাঁ। নিবন্ধটি একটু বেশিই বড়ো 😅। অসুবিধা নেই। কাজ চালিয়ে যান। মোঃ মারুফ হাসান (আলাপ) ১৩:৪৫, ১৪ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনা

[সম্পাদনা]
ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী নয় সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য, বানান ও ব্যাকরণ):
    খ) (ভূমিকা, বিন্যাস, তালিকা ইত্যাদির রচনাশৈলী):
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র অনুচ্ছেদ আছে):
    খ) (নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):
    গ) (কপিরাইট লঙ্ঘন জাতীয় সমস্যা নেই):
  3. নিবন্ধের ব্যাপকতা রয়েছে
    ক) (প্রধান বিষয়):
    খ) (মূল বিষয়বস্তু নিবন্ধে আছে):
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) (ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তাতে যথাযথ বর্ণনা আছে কিনা):
    খ) (উপযুক্ত বর্ণনাসহ ছবির যথাযথ ব্যবহার হয়েছে কিনা):
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ: মোঃ মারুফ হাসান (আলাপ) ১২:১৭, ৮ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন