আজিজ নাসিরজাদাহ
অবয়ব
আমির আজিজ নাসিরজাদেহ | |
---|---|
জন্ম | ১৯৬৫ (বয়স ৫৮–৫৯) সারাব, পূর্ব আজারবাইজান, ইরান |
আনুগত্য | ইরান |
সেবা/ | ইরানের বিমানবাহিনী |
কার্যকাল | ১৯৮২–বর্তমান |
পদমর্যাদা | ব্রিগেডিয়ার জেনারেল |
নেতৃত্বসমূহ | ইরানের বিমানবাহিনী |
যুদ্ধ/সংগ্রাম | ইরাক-ইরান যুদ্ধ |
আজিজ নাসিরজাদেহ ( ফার্সি: عزیز نصیرزاده ; জন্ম ১৯৬৫) একজন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এবং ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর জন্য ডেপুটি অফ চিফ অফ স্টাফ। তিনি আগস্ট ২০১৮ থেকে সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ইরানী বিমান বাহিনীর কমান্ডার ছিলেন [১] তিনি এর আগে ইরানের বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইরান-ইরাক যুদ্ধের একজন ইরানের সামরিক বাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা।