আলফোর্ড টি. ওয়েলচ
অবয়ব
আলফোর্ড টি. ওয়েলচ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ধর্মতত্ত্ব বিভাগের একজন অধ্যাপক। ১৯৭০ সালে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে তিনি আরবি ও ইসলামিক স্টাডিজে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি সাউদার্ন ব্যাপটিস্ট থিওলজিক্যাল সেমিনারি থেকে বাইবেলের ভাষা, সাহিত্য এবং নিকট প্রাচ্যের ইতিহাস বিষয়ে এম.ডিভ ডিগ্রিও অর্জন করেছেন। অধ্যাপক ওয়েলচের গবেষণার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে ধর্মের ইতিহাস এবং আরবি ও ইসলামিক স্টাডিজ।[১]