খিজির হায়াত খান
খিজির হায়াত খান | |
---|---|
জন্ম | ১২ জানুয়ারি ১৯৭৯ কুমিল্লা, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা |
কর্মজীবন | ২০০৭-বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | জাগো |
খিজির হায়াত খান হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা।
জীবনী
[সম্পাদনা]১৯৭৯ সালের ১২ জানুয়ারিতে খিজির হায়াত খান জন্মগ্রহণ করেন।[১] তিনি কুমিল্লায় বেড়ে ওঠেন। সিলেট ক্যাডেট কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক ও কলেজ শেষ করেন। উচ্চশিক্ষার জন্যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে মিনেসোটার হ্যামলাইন বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত 'অস্তিত্বে আমার দেশ' চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র পরিচালনায় তার অভিষেক হয়। তিনি জাগোর জন্য সর্বাধিক পরিচিত। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি বাংলাদেশের প্রথম ক্রীড়া চলচ্চিত্র। কেএইচকে প্রোডাকশনস নামে তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থাও রয়েছে। ওরা ৭ জন চলচ্চিত্রের তিনি জন্য সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পান জিতেছেন।[২][৩]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র
[সম্পাদনা]পরিচালক হিসেবে
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | মন্তব্য | রেফ. |
---|---|---|---|
২০০৭ | অস্তিত্বে আমার দেশ | এছাড়াও তিনি ছবিটির কাহিনিকার এবং স্বাধীন চরিত্রে অভিনয় করেছেন | |
২০১০ | জাগো | ছবির কাহিনিকারও। শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ নেপথ্য সঙ্গীত শিল্পী ও শ্রেষ্ঠ শব্দ প্রকৌশলী বিভাগে ৬টি পুরস্কার লাভ করেন। | [৪] |
২০১৬ | প্রতিরুদ্ধ | ||
২০২৩ | ওরা ৭ জন | পরিচালনার পাশাপাশি ছবির কাহিনিকার ও অভিনেতা। ছবিটি দাদা সাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কার পায়। | [৩][২] |
অভিনেতা হিসেবে
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | ভূমিকা | মন্তব্য | তথ্যসূত্র |
---|---|---|---|---|
২০১৮ | মিঃ বাংলাদেশ | ইব্রাহিম/শাফায়েত | ছবির কাহিনিকারও। | [৫] |
সল্পদৈর্ঘ চলচ্চিত্র
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | মন্তব্য | তথ্যসূত্র. |
---|---|---|---|
২০১৪ | আই ফর এন আই Eye for an Eye |
হত্যার ষড়যন্ত্র
[সম্পাদনা]২০২৩ সালে খিজির হায়াত খানকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দুই চরমপন্থীকে পুলিশ গ্রেপ্তার করেছিল। পুলিশ বলেছে বলেন, কারণ তিনি ২০১৮ সালে প্রেক্ষাগৃহে হিট হওয়া সন্ত্রাসীদের ঠেকানোর বিষয়ে নির্মিত চলচ্চিত্র "মিস্টার বাংলাদেশ"-এর চিত্রনাট্য লেখার কারণে চরমপন্থীরা খিজির হায়াত খানকে টার্গেট করেছিল।[৬][৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "খিজির হায়াত খান (Khijir Hayat Khan)"। বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ১২ মে ২০২৩।
- ↑ ক খ Arts & Entertainment Desk (৩০ এপ্রিল ২০২৩)। "'Ora 7 Jon' wins Best Screenplay at 13th Dada Saheb Phalke Film Festival"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৩।
- ↑ ক খ Joya, Sharmin (১৯ সেপ্টেম্বর ২০২১)। "Khijir Hayat Khan's 'Ora 7 Jon' to tell the tale of seven brave freedom fighters"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৩।
- ↑ ""Jaago" wins big at Film Award Bangla 2010"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৫ জুন ২০১০। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৩।
- ↑ Shazu, Shah Alam (১০ নভেম্বর ২০১৮)। "Khijir Hayat Khan on 'Mr Bangladesh'"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৩।
- ↑ AFP। "Bangladesh arrests extremists over plot to kill filmmaker"। ewn.co.za (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৩।
- ↑ Staff Correspondent (১২ ডিসেম্বর ২০১৮)। "2 'militants' arrested for plotting to kill filmmaker Khijir Hayat"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]ইন্টারনেট মুভি ডেটাবেজে খিজির হায়াত খান (ইংরেজি)