আদ্য পরিচয় (কাব্য)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আদ্য পরিচয় মধ্যযুগীয় বাংলার মালদা অঞ্চলের শেখ জাহিদ রচিত যোগ এর উপরে লেখা একটি কাব্য। [১] আনুমানিক ১৪৯৮ খ্রিস্টাব্দের দিকে এই কবিতাটি লেখা হয়েছিল। কবিতাটিতে মুসলিম সুফি দর্শন, হিন্দু তান্ত্রিক সাধনে, এবং নাথ যোগ সাধনার প্রভাব রয়েছে।

কাব্যটিতে মোট ৮টি অংশ রয়েছে -

  • সৃষ্টিতত্ত্ব
  • জন্মতত্ত্ব
  • জন্মক্ষণ বিচার
  • গর্ভের বিচার
  • দশরত্ন বিচার
  • দেহতত্ত্ব বিচার, এবং
  • অতি বিচার।

এই ৮ পর্বে সৃষ্টির রহস্য, মানব জীবন, এবং দেহতাত্ত্বিক অনেক বিষয় আলোচনা করা হয়েছে। এছাড়াও আসন-প্রাণায়মের মাধ্যমে সাফল্য অর্জনের রহস্য নিয়েও কাব্যটিতে আলোচনা করা হয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আদ্য পরিচয় - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]