শাহ শরীফ জিন্দানি
অবয়ব
শাহ শরীফ জিন্দানি | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | ১০৯৮ |
মৃত্যু | ১০ নভেম্বর ১২১৫ কনৌজ, উত্তরপ্রদেশ, ভারত | (বয়স ১১৬–১১৭)
ধর্ম | ইসলাম |
শিক্ষালয় | হানাফি |
ক্রম | চিশতিয়া তরিকা |
ঊর্ধ্বতন পদ | |
যার দ্বারা প্রভাবিত | |
যাদের প্রভাবিত করেন |
শাহ শরীফ জিন্দানি (১০৯৮ - ১০ নভেম্বর ১২১৫) ছিলেন ভারতের একজন সুফি সাধক। তিনি নুরুদ্দিন নামেও পরিচিত। তিনি মাওদুদ চিশতির উত্তরসূরি, চিশতিয়া তরিকার সুফি সিলসিলার ১৩তম ধারা এবং উসমান হারুনীর পীর ছিলেন।[১]
তিনি আনু. ১০৯৮ সালে ইরাকের জান্দানাহ নামক একটি শহরে জন্মগ্রহণ করেন এবং ১০ নভেম্বর ১২১৫ সালে মারা যান। তাকে ভারতের উত্তরপ্রদেশের কনৌজে সমাহিত করা হয়।
আধ্যাত্মিক বংশ
[সম্পাদনা]চিশতী ধারার ঐতিহ্যবাহী সিলসিলা (আধ্যাত্মিক ধারা) নিম্নরূপ
- হাসান বসরি (মৃত্যু ৭২৮, একজন প্রারম্ভিক ফার্সি মুসলিম ধর্মতাত্ত্বিক)
- আব্দুল ওয়াহিদ বিন যাইদ আবুল ফাদল (মৃত্যু ৭৯৩, একজন প্রথমদিককার সুফি সাধক)
- ফুজাইল ইবনে আয়াজ ইবনে মাসউদ ইবনে বিশর তামিমি
- ইব্রাহিম ইবনে আদহাম (একজন কিংবদন্তী প্রথমদিককার সুফি তপস্বী)
- হুজাইফা মারাশি
- আমিনুদ্দিন আবু হুবাইরা বসরি
- মুমশাদ দিনাওয়ারি আলাভী
- আবু ইসহাক শামি চিশতী (মৃত্যু ৯৪০, চিশতিয়া ধারার প্রতিষ্ঠাতা)
- আবু আহমদ আবদাল চিশতি
- নাসিরুদ্দিন আবু মুহাম্মদ চিশতি
- আবু ইউসুফ নাসরুদ্দিন চিশতি (মৃত্যু ১০৬৭)
- কুতুবুদ্দিন মাওদুদ চিশতি (আবু ইউসুফের ছেলে, মৃত্যু ১১৩৯)
- হাজী শরীফ জিন্দানি (মৃত্যু ১২১৫, ৬১২ হিজরি)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "The Mashaikh of Chisht by Shaykh Muhammad Zakariya Kandhlawi"। Scribd। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- হাজী শরীফ । Chishtysabiree.com.