ইরিত্রিয়ায় বহুবিবাহ
অবয়ব
১৯৭৭ সালে ইপিএলএফ দ্বারা প্রবর্তিত বর্তমান বিবাহ আইন প্রবর্তনের পর থেকে বহুবিবাহ ইরিত্রিয়ায় অবৈধ।[১] ইরিত্রিয়া রাজ্যের ২০১৫ দণ্ডবিধিতে বলা হয়েছে যে দ্বিতীয় বিয়েতে অংশগ্রহণ করলে প্রথমটি বাতিল হয়ে যাবে। যদি প্রথম বিয়ে বাতিল না করা হয় তাহলে একজন বিগ্যামি- এর জন্য দোষী যার শাস্তি "একটি নির্দিষ্ট মেয়াদের কারাদণ্ড ৬ মাসের কম নয় এবং ১২ মাসের বেশি নয়, বা ২০,০০১ - ৫০,০০০ নাকফাস জরিমানা"।[২] আইনের আগে বহুবিবাহের ধরন বেশিরভাগই মুসলমান এবং পৌত্তলিকদের মধ্যে পাওয়া যেত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Violence against Girls in Eritrea: A Report to the Committee on the Rights of the Child (পিডিএফ), ২০০৩, জানু ২০, ২০০৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা
- ↑ "Penal Code of the State of Eritrea" (পিডিএফ)। মে ১৫, ২০১৫। সেপ্টে ১৮, ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।