বিষয়বস্তুতে চলুন

ইয়ুমনা জায়েদি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়ুমনা জায়েদি
২০১৯ সালে জায়েদি
জন্ম৩০ জুলাই ১৯৮৯[]
পেশা
  • অভিনেত্রী
কর্মজীবন২০১২ - বর্তমান

ইয়ুমনা জায়েদি (জন্মঃ ১৯৮৯) পাকিস্তানের একজন অভিনেত্রী যিনি উর্দু ভাষার নাটকে কাজ করেন। তিনি বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন তার মধ্যে রয়েছে লাক্স স্টাইল পুরস্কার এবং হাম পুরস্কার

ইয়ুমনার জন্ম ১৯৮৯ সালের ৩০শে জুলাই পাকিস্তানের করাচি শহরে। তার অভিনীত প্রথম নাটক ছিলো ২০১২ সালের নাটক থাকান যেটা এআরওয়াই ডিজিটাল চ্যানেলে প্রচারিত হয়েছিলো। তিনি নাটকটিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর একই বছর প্রচারিত একই চ্যানেলের খুশী এক রোগ নামের আরেকটি নাটকে মুখ্য ভূমিকায় করেছিলেন। ২০১২ সালেই তেরি রাহ ম্যাঁ রুল গায়ি নাটকে অভিনয় করেন, এটি ছিলো উর্দুওয়ান চ্যানেলের নাটক, এখানে তার সাথে শামিয়া মমতাজ এবং সামি খান অভিনয় করেছিলেন, নাটকটিতে ইয়ুমনা মরিয়ম চরিত্রে অভিনয় করেছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Wahaj Ali pens heartfelt birthday wish for Yumna Zaidi"Tribune। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৩ 
  2. "13 Times Pakistani Actor Yumna Zaidi Proved That She's A Force To Be Reckoned With" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-২৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]