বিষয়বস্তুতে চলুন

আয়াপনা ট্রিপলিনেরভিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আয়াপনা ট্রিপলিনেরভিস
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস সম্পাদনা করুন
জগৎ/রাজ্য: প্লান্টি (Plante)
গোষ্ঠী: ট্র্যাকিওফাইট (Tracheophytes)
ক্লেড: সপুষ্পক উদ্ভিদ (অ্যাঞ্জিওস্পার্মস)
ক্লেড: ইউডিকটস
গোষ্ঠী: অ্যাস্টেরিডস (Asterids)
বর্গ: Asterales
পরিবার: Asteraceae
গণ: Ayapana
(M.Vahl) R.M.King & H.Rob.
প্রজাতি: A. triplinervis
দ্বিপদী নাম
Ayapana triplinervis
(M.Vahl) R.M.King & H.Rob.
প্রতিশব্দ

Eupatorium ayapana Vent.[]
Eupatorium triplinerve M.Vahl[]

আয়াপান(সংস্কৃত: বিশল্যকরণী)[] (বৈজ্ঞানিক নাম: Ayapana triplinervis-আয়াপান ট্রিপলিনেরভিস) হল 'অ্যাস্টারেসি' পরিবারের বিরুৎজাতীয় ভেষজ গুণসম্পন্ন সপুষ্পক উদ্ভিদ। এটি আদতে গ্রীষ্মমণ্ডলীয় আমেরিকান বিরুৎ জাতীয় উদ্ভিদ। এর পাতা তেজপাতার মতো, সরস। নরম‌ পাতার শিরাগুলো খয়েরি লাল, কাণ্ডও খয়েরি লালচে রঙের। বিরুৎটির পাতাই ঐতিহ্যগত ভাবে ওষুধার্থে ব্যবহৃত হয়।[]ফুল হয় ছোট্ট ফ্যাকাশে গোলাপী বা বেগুনি রঙের []ও ৬-৭ মিলিমিটারের মত লম্বা।[]

বিবরণ

[সম্পাদনা]

আয়াপান ছোট বিরুৎ জাতীয় উদ্ভিদ যা মাটির ওপর লতিয়ে বাড়ে। উচ্চতা ২০-৩০ সেন্টিমিটারের মধ্যে থাকে। তেজপাতার মত পাতাগুলির দৈর্ঘ্য মোটামুটি ৫-৮ সেন্টিমিটারের মধ্যে হয়। মাটিতে পড়ে থাকা কাণ্ডের কক্ষ থেকে শিকড় বের হয়। এই শিকড়যুক্ত কাণ্ড লাগিয়ে নতুন গাছ পাওয়া যায়। ল্যাটিন আমেরিকার উদ্ভিদ হলেও চাষের জন্য ভারতের নাতিশীতোষ্ণ অঞ্চল, বিশেষকরে পশ্চিমবঙ্গ বাংলাদেশের ভিজে স্যাঁৎসেতে ছায়াচ্ছন্ন জমি, চাষের পক্ষে অনুকূল। বাড়ির উঠোনে অথবা ভিজে টবেই এই অতি প্রয়োজনীয় ভেষজটি রাখা যায়। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মালদহ জেলার হবিবপুরে বিস্তীর্ণ এলাকাজুড়ে ব্যবসায়িক ভিত্তিতে এই উদ্ভিদের চাষ শুরু হয়ছে।[]

রাসায়নিক উপাদান

[সম্পাদনা]
আয়াপনা ট্রিপলিনেরভিস উদ্ভিদ

আয়াপান বিরুৎ জাতীয় উদ্ভিদ বেশ কিছু কুমারিন ডেরিভেটিভের উৎস। এর পাতায় উদ্বায়ী অপরিহার্য তেল- আয়পান তেলের পরিমান ১.১৪%। [তথ্যসূত্র প্রয়োজন] এই তেলে আছে কুমারিনস্ আয়াপানিন (হার্নিয়ারিন) এবং আয়াপিন, সেইসাথে স্টিগমাস্টেরল, ভিটামিন সি এবং ক্যারোটিন সহ অন্যান্য রাসায়নিক যৌগ।[তথ্যসূত্র প্রয়োজন] অপরিহার্য তেলের মধ্যে থাইমোহাইড্রোকুইনোন ডাইমিথাইল ইথারও রয়েছে। []

উদ্ভিদটি হতে ১-৮ সিনেওল (Cineol), α-ফেল্যান্ডরিন, আলফা-টার্নিওল, আয়াপানিন (Ayapanin), আয়াপিন (Ayapin), বোর্নিওল (Borneol), কুমারিন (Coumarin), সাবিনিন (Sabinene), এবং উম্বেলিফেরন-সহ অনেক উপাদান প্রাপ্ত হয়।[]

মিথানোলিক নির্যাসের সঙ্গে ফাইটো কেমিক্যাল বিশ্লেষণে-

  • হেক্সাডেকানোয়িক অ্যাসিড (১৪.৬৫%), ২,৬,১০-ট্রাইমিথাইল,
  • ১৪-ইথিলিন-১৪-পেন্টাডেকেন (৯.৮৪%),
  • ৭-বুটিল-বাইসাইক্লো[৪.১.০]হেপটেন (২.৩৮%),
  • ৮-মিথাইলডেকানয়িক অ্যাসিড মিথাইল এস্টার (৩.৮৬%),
  • ১-আনডেকানল (৭.৮২%),
  • ১-হেক্সিল-১-নাইট্রোসাইক্লোহেক্সেন (২.০৯%), *১,১৪-টেট্রাডেকানেডিওল (৬.৭৮%), এবং
  • ২-হাইড্রোক্সিওক্টাডেকানয়িক অ্যাসিড ১,৩- propanediyl এস্টার।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Ameenah Gurib-Fakim, Thomas Brendler (২০০৩)। Medicinal and Aromatic Plants of Indian Ocean Islands। পৃষ্ঠা 135। আইএসবিএন 978-3-88763-094-2 
  2. "Dhanvantary-Herbs"। ২০২৩-০৫-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-৩১ 
  3. "মালদায় শুরু হয়েছে ঔষধি আয়াপান চাষের, পরিদর্শনে জেলাশাসক"। ২০২৩-০৫-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-৩১ 
  4. Anne Gauvin-Bialecki, Claude Marodon (নভেম্বর ২০০৮)। "Essential oil of Ayapana triplinervis from Reunion Island: A good natural source of thymohydroquinone dimethyl ether": 853–858। ডিওআই:10.1016/j.bse.2008.09.006