কোলা
অবয়ব
কোলা (ইংরেজি: Cola) একধরনের বুদবুদায়িত পানীয়, যাতে ক্যারামেল খাদ্যরঙ ও ক্যাফেইন থাকে। জন পেম্বার্টন এটি আবিষ্কার করেন।[১] কোলা আধুনিককালে বেশ জনপ্রিয় একটি কোমল পানীয় হিসেবে মর্যাদা পেয়েছে। কয়েকটি জনপ্রিয় কোলা হচ্ছে কোকা-কোলা (কোক), পেপসি, আরসি কোলা ইত্যাদি।
ব্র্যান্ড
[সম্পাদনা]বিশ্বব্যাপী প্রচলিত জনপ্রিয় কোলা হচ্ছে কোকা-কোলা ও পেপসি। এছাড়াও কিছু কিছু বিখ্যাত কোলা বিভিন্ন জায়গাতে প্রচলিত আছে, যা স্থানীয় ভাবে অনেক জনপ্রিয়।
এশিয়া অঞ্চল
[সম্পাদনা]- মক্কা কোলা: মধ্যপ্রাচ্য সহ দক্ষিণ আফ্রিকা ও ইউরোপের কিছু অংশে পাওয়া যায়।
- আরসি কোলা: ফিলিপাইন, ইসরাইল ও বাংলাদেশে পাওয়া যায়। ১৯৯৫ সাল থেকে ইসরাইলে ইহা পাওয়া যায়।
- চম্পা কোলা: ভারতে ১৯৯১ সালের আগে জনপ্রিয় কোলা ছিল।
- জম জম কোলা: ইরান সহ আরব বিশ্বে জনপ্রিয়।
- পার্সি কোলা: ইরানে জনপ্রিয়।
- রেড বুল কোলা: থাইল্যান্ডে জনপ্রিয়।
- টপসিয়া কোলা: ইরানের আরেকটি জনপ্রিয় কোলা।
- কোলা টার্কা: তুরষ্কের জনপ্রিয় কোলা।
ওশেনিয়া
[সম্পাদনা]- কিউই কোলা: নিউজিল্যান্ডের জনপ্রিয় কোলা।
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিঅভিধানে কোলা শব্দটি খুঁজুন।
- Cola and Mentos mints trick
- OpenCola recipe (originally published by Cory Doctorow)
- Straight Dope article about caffeine levels on soft drinks ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ মে ২০০৮ তারিখে