বিষয়বস্তুতে চলুন

কাইরুয়ান (শহর)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কাইরুয়ান একটি তিউনিসিয়ান শহর, যা তিউনিস থেকে প্রায় ১৬০ কিমি দূরে অবস্থিত। কাইরুয়ান শহরটি আঘলাবিদের রাজধানী হিসাবে পরিচিত। এটি মাগরেবে নির্মিত প্রথম ইসলামিক শহর, যার ইসলামিক বিজয়ে একটি কৌশলগত ভূমিকা ছিল। সেখান থেকে বিজয়ের প্রচারণা শুরু হয়েছিল আলজেরিয়া , মরক্কো, স্পেন এবং আফ্রিকায়। এছাড়াও আল্লাহর রাসুল মোহাম্মদ.(স) এর অনেক সাহাবীদের জন্য শহরটি ঘুমের জায়গা। ফেকাহবিদগণ এটিকে মক্কা, মদিনারজেরুজালেম এই তিনটির পরে চতুর্থ বলে অভিহিত করেছেন।এই শহরে কাইরুয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ রয়েছে।গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে রয়েছে কাইরুয়ানের গ্রেট মসজিদ, যা উকবাবিন নাফি' দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। []

তথ্যসূত্র

[সম্পাদনা]