দি ইউনাইটেড আরব আমিরাত-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড
গঠিত | ১৯৮৭ |
---|---|
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
চেয়ারম্যান | খলিল ফাধেল আলমনসুরি |
প্রধান অঙ্গ | অর্থ মন্ত্রণালয় (বাংলাদেশ) |
প্রধান প্রতিষ্ঠান | আর্থিক প্রতিষ্ঠান বিভাগ |
ওয়েবসাইট | ubinco |
দি ইউনাইটেড আরব আমিরাত-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি (ইউবিকো) [১] হচ্ছে বাংলাদেশ সরকার ও আবুধাবি ফান্ড ফর ডেভেলপমেন্ট কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান। [২] জনাব এম এম মোস্তফা বিলাল দি ইউনাইটেড আরব আমিরাত-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি এর ব্যবস্থাপনা পরিচালক। [৩]
ইতিহাস
[সম্পাদনা]জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের পরিচালনায় সংযুক্ত আরব আমিরাত ১৯৮৬ সালে ''দি ইউনাইটেড আরব আমিরাত-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি'' প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে [৪] কোম্পানিটি ১৯৮৭ সালে চালু হয়; আবুধাবি ফান্ড ফর ডেভেলপমেন্ট ৬০ শতাংশ শেয়ার এবং বাকি অংশ বাংলাদেশ সরকারকে মালিকানাধীন করে প্রতিষ্ঠানটি চালু হয়। [৪] [৫] ১৯৯৫ সালে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংক থেকে একটি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করার অনুমতি পায়। [৪]
২০০৩ সালে এস এম আকবর দি ইউনাইটেড আরব আমিরাত-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হন। [৬] কোম্পানিটি ২০০৫ সালে ৬.৩১ মিলিয়ন টাকা লভ্যাংশ দিয়েছে [৭] উপরন্তু, ২০০৬ সালের জন্য শেয়ারহোল্ডারদের জন্য চার শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে; বেশিরভাগ বিনিয়োগ ছিল গার্মেন্টস শিল্প এবং স্বাস্থ্যসেবা শিল্পে। [৮]
দি ইউনাইটেড আরব আমিরাত-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এস এম আকবর ২০১১ সালে যৌথ বিনিয়োগ প্রকল্পে অর্থায়নের জন্য ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন [৯]
৩০ মে ২০১৩ সালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দি ইউনাইটেড আরব আমিরাত-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানির একটি অনুষ্ঠানে বক্তৃতা করেন এবং জিডিপিতে ৬.৩ শতাংশ প্রবৃদ্ধির অনুমান করেন। [১০]
৯ জুন ২০১৪ সালে দি ইউনাইটেড আরব আমিরাত-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি-এর চেয়ারম্যান ড. আসলাম আলম, যিনি অর্থ মন্ত্রণালয়ের অধীনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবও, তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে ৭.২ মিলিয়ন টাকা হস্তান্তর করেন। এটি ছিলো মূলত সরকারের মালিকানাধীন শেয়ারের উপর লভ্যাংশ। [১১]
আবুধাবি ফান্ড ফর ডেভেলপমেন্ট ইউনাইটেড আরব আমিরাত-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করেছে। প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে–চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড, শিকলবাহা পাওয়ার স্টেশন, দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সড়ক সংযোগ প্রকল্প, তিস্তা সেচ প্রকল্প ইত্যাদি।[১২] আসাদুল ইসলাম দি ইউনাইটেড আরব আমিরাত-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানির ডেপুটি চেয়ারপারসন হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি সোনালী ব্যাংক (ইউকে) লিমিটেডের নন-এক্সিকিউটিভ চেয়ারপারসন এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক। [১৩]
১৫ জুলাই ২০১৯ সালে দি ইউনাইটেড আরব আমিরাত-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানির ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। [১৪] সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আহমেদ আল মুরার। [১৪] উক্ত সভায় ২০১৯ সালের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয় [১৪]
পরিচালনা পর্ষদ
[সম্পাদনা]- খলিল ফাদেল আলমানসূরী [১৫]
- খলিল ফাধেল আলমনসুরি
- শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ [১৫]
- আলিয়া আবদুল্লাহ আল সুওয়াইদি [১৫]
- মুশফেকা ইকফাত [১৫]
- মোহাম্মদ ফারুক শেখ [১৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "UAE keen to invest in Bangladesh"। The Asian Age (ইংরেজি ভাষায়)। Bangladesh। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৯।
- ↑ "Abu Dhabi Fund for Development finances AED692 mln projects in Bangladesh" (সংবাদ বিজ্ঞপ্তি) (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৯।
- ↑ "UAE keen to invest in Bangladesh"। Daily Sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৯।
- ↑ ক খ গ "About UBICO –"। UBICO। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২২।
- ↑ "News and Events NewsDetailsHome"। www.adfd.ae। ২০২৩-০৩-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৯।
- ↑ "New MD of UAE-Bangladesh Investment Co"। দ্য ডেইলি স্টার। ২০২২-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৯।
- ↑ "UAE-Bangladesh Investment okays Tk 6.31m cash dividend"। দ্য ডেইলি স্টার। ২০২২-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৯।
- ↑ "UBICO declares 4pc cash dividend"। দ্য ডেইলি স্টার। ২০২২-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৯।
- ↑ "Investment agreement signing ceremony"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১১-০৭-২৬। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৯।
- ↑ "Muhith sees 6.3 percent GDP growth"। bdnews24.com। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৯।
- ↑ "Muhith admits mistake in picking bank board directors"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। UNB। ২০১৪-০৬-০৯। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৯।
- ↑ "Abu Dhabi Fund for Development finances Dh692 million projects in Bangladesh"। Gulf News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৯।
- ↑ "Leadership Team – Sonali Bank | UK" (ইংরেজি ভাষায়)। ২০২২-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৯।
- ↑ ক খ গ "31st Annual General Meeting of UBICO"। The Financial Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৯।
- ↑ ক খ গ ঘ ঙ "Share Holders – UBICO" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৯।