স্ট্যানলি কুবরিক গৃহীত পুরস্কার ও মনোনয়নের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্ট্যানলি কুবরিক গৃহীত পুরস্কার ও মনোনয়নের তালিকা
Kubrick on the set of Barry Lyndon (1975 publicity photo)
কুব্রিক, আনু. ১৯৭৩–৭৪
সর্বমোট[ক]
বিজয়১০
মনোনয়ন৩০
  1. নির্দিষ্ট পুরস্কার গোষ্ঠীগুলি কেবল একজন বিজয়ীকে পুরস্কার প্রদান করে থাকে না। তারা বেশ কয়েকজন পৃথক প্রাপককে স্বীকৃতি দিয়ে থাকে, যেখানে রানার্সআপ এবং তৃতীয় স্থানও রয়েছে। যেহেতু এটি একটি নির্দিষ্ট স্বীকৃতি এবং কোনো পুরস্কার হারানো থেকে পৃথক, তাই পুরস্কারের তালিকায় রানার-আপ হিসাবে উল্লেখগুলিকে জয় হিসাবে বিবেচনা করা হয়। নির্দিষ্ট বিভাগগুলিতে পুরস্কারগুলির জন্য পূর্ববর্তী মনোনয়ন থাকে না এবং কেবল বিজয়ীদের নাম জুরি কর্তৃক ঘোষিত হয়। তবে সরলীকরণ এবং ত্রুটিগুলি এড়ানোর জন্য এই তালিকার প্রতিটি পুরস্কারের জন্য পূর্ববর্তী মনোনয়ন ছিল বলে ধরে নেওয়া হয়।

স্ট্যানলি কুবরিক পরিচালিত দ্য শাইনিং ব্যতীত প্যাথস অব গ্লোরি থেকে তার কর্মমজীবনের শেষ পর্যন্ত পরিচালিত সমস্ত চলচ্চিত্র বিভিন্ন বিভাগে একাডেমি পুরস্কার বা গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। ২০০১: আ স্পেস অডিসি অসংখ্য প্রযুক্তিগত পুরস্কার পেয়েছে, যার মধ্যে রয়েছে চিত্রগ্রাহক জেওফ্রি আন্সওর্থের জন্য একটি বাফটা পুরস্কার এবং শ্রেষ্ঠ চাক্ষুষ প্রভাব বিভাগে একটি একাডেমি পুরস্কার, যা কুবরিক (চলচ্চিত্রে বিশেষ প্রভাবের পরিচালক হিসেবে) পেয়েছেন। এটি ছিল ১৩টি মনোনয়নের মধ্যে কুবরিকের একমাত্র ব্যক্তিগত একাডেমি পুরস্কার জয়। তার চলচ্চিত্রের জন্য মনোনয়ন বেশিরভাগই ছিল চিত্রগ্রহণ, শিল্প নির্দেশনে, চিত্রনাট্য রচনা এবং সঙ্গীতের ক্ষেত্রে। তার মাত্র চারটি চলচ্চিত্র অভিনয়ের জন্য একাডেমি পুরস্কার বা গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল: স্পার্টাকাস, ললিতা, ডক্টর স্ট্রেঞ্জলাভ এবং আ ক্লকওয়ার্ক অরেঞ্জ

কুবরিকের ব্যক্তিগত পুরস্কার ও মনোনয়নসমূহ একাডেমি পুরস্কার, ব্রিটিশ অ্যাকাডেমি চলচ্চিত্র পুরস্কার (বাফটা), গোল্ডেন গ্লোব পুরস্কার এবং স্যাটার্নের মধ্যে সীমাবদ্ধ, যেগুলি নিম্নরূপ:

একাডেমি পুরস্কার[সম্পাদনা]

একাডেমি পুরস্কার, বা "অস্কার" হল চলচ্চিত্রে সাফল্যের শ্রেষ্ঠত্বের জন্য প্রদত্ত একটি বার্ষিক পুরস্কার। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) কর্তৃক আয়োজিত এই পুরস্কার প্রথম ১৯২৯ সালে হলিউড রুজভেল্ট হোটেলে অনুষ্ঠিত হয়েছিল।[১] কুবরিক তেরোটি মনোনয়নের মধ্যে একটি পুরস্কার পান।

বছর মনোনয়ন / কাজ পুরস্কার ফলাফল সূত্র
১৯৬৪ ডক্টর স্ট্রেঞ্জলাভ শ্রেষ্ঠ চলচ্চিত্র মনোনীত [২]
শ্রেষ্ঠ পরিচালনা মনোনীত
শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য মনোনীত
১৯৬৮ ২০০১: আ স্পেস অডিসি শ্রেষ্ঠ পরিচালনা মনোনীত [৩]
শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য মনোনীত
শ্রেষ্ঠ চাক্ষুষ প্রভাব বিজয়ী
১৯৭১ আ ক্লকওয়ার্ক অরেঞ্জ শ্রেষ্ঠ চলচ্চিত্র মনোনীত [৪]
শ্রেষ্ঠ পরিচালনা মনোনীত
শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য মনোনীত
১৯৭৫ ব্যারি লিন্ডন শ্রেষ্ঠ চলচ্চিত্র মনোনীত [৫]
শ্রেষ্ঠ পরিচালনা মনোনীত
শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য মনোনীত
১৯৮৭ ফুল মেটাল জ্যাকেট শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য মনোনীত [৬]

অ্যাকাডেমি অব সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি এন্ড হরর ফিল্মস[সম্পাদনা]

বছর মনোনয়ন / কাজ পুরস্কার ফলাফল সূত্র
১৯৮১ দ্য শাইনিং শ্রেষ্ঠ পরিচালক মনোনীত [৭]

গোল্ডেন গ্লোব পুরস্কার[সম্পাদনা]

গোল্ডেন গ্লোব পুরস্কার হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের (এইচএফপিএ) ৯৩জন সদস্য কর্তৃক প্রদত্ত একটি প্রশংসা যা দেশী-বিদেশী উভয় ধরনের চলচ্চিত্র এবং টেলিভিশনে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেয়।[৮] কুবরিক ছয়টি মনোনয়ন থেকে কোনো পুরস্কার পাননি।

বছর মনোনয়ন / কাজ পুরস্কার ফলাফল সূত্র
১৯৬১ স্পার্টাকাস শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার মনোনীত
১৯৬৩ ললিতা মনোনীত
১৯৭২ আ ক্লকওয়ার্ক অরেঞ্জ মনোনীত
Golden Globe Award for Best Motion Picture – Drama মনোনীত
১৯৭৫ ব্যারি লিন্ডন শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার মনোনীত
Golden Globe Award for Best Motion Picture – Drama মনোনীত

পোলিয় চলচ্চিত্র নির্মাতা সমালোচক অ্যাসোসিয়েশন পুরস্কার[সম্পাদনা]

কুবরিক একটি পুরস্কার জিতেছেন।

বছর মনোনয়ন / কাজ পুরস্কার ফলাফল সূত্র
১৯৮১ আইজ ওয়াইড শাট শ্রেষ্ঠ বিদেশী চলচ্চিত্র বিজয়ী [৭]

ব্রিটিশ অ্যাকাডেমি চলচ্চিত্র পুরস্কার[সম্পাদনা]

ব্রিটিশ অ্যাকাডেমি চলচ্চিত্র পুরস্কার হল ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস কর্তৃক উপস্থাপিত একটি বার্ষিক পুরস্কার অনুষ্ঠান। ১৯৪৭ সালে ডেভিড লিন, আলেকজান্ডার কোর্দা, ক্যারল রিড, চার্লস লটন, রজার ম্যানভেল এবং অন্যান্যদের দ্বারা দ্য ব্রিটিশ চলচ্চিত্র অ্যাকাডেমি হিসাবে পুরষ্কারটি প্রতিষ্ঠিত হয়েছিল।[৯] কুবরিক এগারোটি মনোনয়ন থেকে তিনটি পুরস্কার পেয়েছেন।

বছর মনোনয়ন / কাজ পুরস্কার ফলাফল
১৯৫৭ দ্য কিলিং শ্রেষ্ঠ চলচ্চিত্র মনোনীত
১৯৫৮ প্যাথস অব গ্লোরি মনোনীত
১৯৬১ স্পার্টাকাস মনোনীত
১৯৬৫ ডক্টর স্ট্রেঞ্জলাভ বিজয়ী
শ্রেষ্ঠ ব্রিটিশ চিত্রনাট্য[ক] মনোনীত
শ্রেষ্ঠ ব্রিটিশ চলচ্চিত্র বিজয়ী
১৯৬৯ ২০০১: আ স্পেস অডিসি শ্রেষ্ঠ চলচ্চিত্র মনোনীত
১৯৭৩ আ ক্লকওয়ার্ক অরেঞ্জ শ্রেষ্ঠ চিত্রনাট্য মনোনীত
শ্রেষ্ঠ চলচ্চিত্র মনোনীত
১৯৭৬ ব্যারি লিন্ডন শ্রেষ্ঠ পরিচালনা বিজয়ী
শ্রেষ্ঠ চলচ্চিত্র মনোনীত
  1. পিটার জর্জ এবং টেরি সাউদার্নের সাথে যৌথ মনোনয়ন লাভ।

বোস্টন চলচ্চিত্র সমালোচক সমিতি পুরস্কার[সম্পাদনা]

বছর মনোনয়ন / কাজ পুরস্কার ফলাফল সূত্র
১৯৮৮ ফুল মেটাল জ্যাকেট শ্রেষ্ঠ পরিচালক বিজয়ী [৭]

বোদিল পুরস্কার[সম্পাদনা]

কুবরিক দুইটি মনোনয়নের মধ্যে একটি পুরস্কার পান।

বছর মনোনয়ন / কাজ পুরস্কার ফলাফল সূত্র
১৯৬৪ ডক্টর স্ট্রেঞ্জলাভ শ্রেষ্ঠ ইউরোপীয় চলচ্চিত্র বিজয়ী [৭]
২০০০ আইজ ওয়াইড শাট শ্রেষ্ঠ মার্কিন চলচ্চিত্র মনোনীত [৭]

হুগো পুরস্কার[সম্পাদনা]

হুগো পুরস্কার হল শ্রেষ্ঠ বিজ্ঞান কল্পকাহিনী বা ফ্যান্টাসি কাজ এবং কৃতিত্বের জন্য প্রদত্ত বার্ষিক পুরস্কার। ওয়ার্ল্ড সায়েন্স ফিকশন সোসাইটি কর্তৃক সংগঠিত এবং তত্ত্বাবধানে, অনুষ্ঠানের কেন্দ্রীয় ফোকাস হিসাবে প্রতি বছর বার্ষিক ওয়ার্ল্ড সায়েন্স ফিকশন কনভেনশনে পুরস্কার দেওয়া হয়। সর্বপ্রথম ১৯৫৩ সালে ১১তম বিশ্ব বিজ্ঞান কল্পকাহিনী সম্মেলনে এই পুরস্কার দেওয়া হয়েছিল। কুব্রিক তিনবার পুরস্কৃত হন।

বছর মনোনয়ন / কাজ পুরস্কার ফলাফল সূত্র
১৯৬৫ ডক্টর স্ট্রেঞ্জলাভ Best Dramatic Presentation বিজয়ী [১০]
১৯৬৯ ২০০১: আ স্পেস অডিসি বিজয়ী
১৯৭২ আ ক্লকওয়ার্ক অরেঞ্জ বিজয়ী

অন্যান্য[সম্পাদনা]

কুবরিক প্রধান চলচ্চিত্র উৎসব থেকে দুটি পুরস্কার পেয়েছেন: কিলার'স কিস চলচ্চিত্রের জন্য ১৯৫৯ সালে লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ঠ পরিচালক এবং আইজ ওয়াইড শাট চলচ্চিত্রের জন্য ১৯৯৯ সালে ভেনিস চলচ্চিত্র উৎসবে ফিল্মক্রিটিকা বাস্টোন বিয়ানকো পুরস্কার। তিনি ১৯৬২ সালে ললিতা চলচ্চিত্রের জন্য ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন পুরস্কারের জন্য মনোনীত হন। ভেনিস চলচ্চিত্র উৎসব তাকে ১৯৯৭ সালে ক্যারিয়ার গোল্ডেন লায়ন পুরস্কার প্রদান করে। তিনি ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা থেকে ডি.ডব্লিউ. গ্রিফিথ আজীবন সম্মাননা পুরস্কার এবং ডিরেক্টরস গিল্ড অব গ্রেট ব্রিটেন থেকে আরেকটি আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেছিলেন। ২০০৮ সালে সিটগেস - কাতালান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তাকে আজীবন কৃতিত্বের জন্য মরণোত্তর অনারারি গ্র্যান্ড প্রাইজ প্রদান করে।

বছর মনোনয়ন / কাজ পুরস্কার ফলাফল সূত্র
১৯৫৫ কিলার'স কিস শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে লোকার্নো চলচ্চিত্র উৎসব পুরস্কার বিজয়ী
১৯৬২ ললিতা অসামান্য পরিচালনা বিভাগে ডিরেক্টরস গিল্ড অব আমেরিকাস পুরস্কার মনোনীত
গোল্ডেন লায়ন মনোনীত
১৯৭১ আ ক্লকওয়ার্ক অরেঞ্জ শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে নিউ ইয়র্ক চলচ্চিত্র সমালোচক সার্কেল পুরস্কার বিজয়ী
শ্রেষ্ঠ পরিচালক বিভাগে নিউ ইয়র্ক চলচ্চিত্র সমালোচক সার্কেল পুরস্কার বিজয়ী
১৯৮০ দ্য শাইনিং শ্রেষ্ঠ পরিচালক বিভাগে স্যাটার্ন পুরস্কার মনোনীত
নিকৃষ্ট পরিচালক বিভাগে গোল্ডেন রাস্পবেরি পুরস্কার মনোনীত
১৯৯৯ আইজ ওয়াইড শাট ফিল্মক্রিটিকা বাস্টোন বিয়ানকো পুরস্কার বিজয়ী

স্ট্যানলি কুবরিকের চলচ্চিত্রের গৃহীত পুরস্কার[সম্পাদনা]

বছর চলচ্চিত্র একাডেমি পুরস্কার বাফটা পুরস্কার গোল্ডেন গ্লোব পুরস্কার
মনোনয়ন বিজয় মনোনয়ন বিজয় মনোনয়ন বিজয়
১৯৫৬ দ্য কিলিং
১৯৫৭ প্যাথস অব গ্লোরি
১৯৬০ স্পার্টাকাস
১৯৬২ ললিতা
১৯৬৪ ডক্টর স্ট্রেঞ্জলাভ
১৯৬৮ ২০০১: আ স্পেস অডিসি
১৯৭১ আ ক্লকওয়ার্ক অরেঞ্জ
১৯৭৫ ব্যারি লিন্ডন
১৯৮৭ ফুল মেটাল জ্যাকেট
১৯৯৯ আইজ ওয়াইড শাট
সর্বমোট ২৭ ৩০ ১০ ১৮

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "About the Academy Awards"একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। এপ্রিল ২০, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৯, ২০১৫ 
  2. "37th Academy Awards"Oscars.org। অক্টোবর ৩১, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৯, ২০২১ 
  3. "41st Academy Awards"Oscars.org। সেপ্টেম্বর ১০, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৯, ২০২১ 
  4. "44th Academy Awards"Oscars.org। জুলাই ৮, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৯, ২০২১ 
  5. "48th Academy Awards"Oscars.org। জুলাই ১, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৯, ২০২১ 
  6. "60th Academy Awards"Oscars.org। মার্চ ১৯, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৯, ২০২১ 
  7. {{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=Stanley Kubrick - Awards |ইউআরএল=https://www.imdb.com/name/nm0000040/awards |প্রকাশক=[[imdb] |সংগ্রহের-তারিখ=১ নভেম্বর ২০২২ |ভাষা=en |আর্কাইভের-তারিখ=৭ জানুয়ারি ২০০৯ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20090107224119/http://www.imdb.com/name/nm0000040/awards |ইউআরএল-অবস্থা=কার্যকর }}
  8. "History of the Golden Globes"Hollywood Foreign Press Association। সেপ্টেম্বর ২৪, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৮, ২০১৫ 
  9. নিউকম্ব, হোরাস (ফেব্রুয়ারি ৩, ২০১৪)। Encyclopedia of TelevisionTaylor & Francis। পৃষ্ঠা ৩২০। আইএসবিএন 978-1-135-19479-6ওসিএলসি 870978716 
  10. "The Hugo Awards: Search Results: Kubrick"। The Hugo Awards। নভেম্বর ৫, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২৮, ২০১১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]