বিষয়বস্তুতে চলুন

২০২১ ইসলামিক সলিডারিটি গেমসে ফুটবল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২১ ইসলামিক সলিডারিটি গেমসে ফুটবল
বিবরণ
স্বাগতিক দেশতুরস্ক
তারিখ৮ – ১৬ আগষ্ট
দল৮ (৩টি কনফেডারেশন থেকে)
মাঠ৩ (১টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন তুরস্ক
রানার-আপ সৌদি আরব
তৃতীয় স্থান আজারবাইজান
চতুর্থ স্থান আলজেরিয়া
পরিসংখ্যান
ম্যাচ১৬
গোল সংখ্যা৩২ (ম্যাচ প্রতি ২টি)
শীর্ষ গোলদাতা৪ জন খেলোয়াড়
(২টি করে গোল)
সর্বশেষ হালনাগাদ: সম্পন্ন

২০২১ ইসলামিক সলিডারিটি গেমসে ফুটবল হল একটি ফুটবল প্রতিযোগিতা যা ৮-১৬ আগস্ট ২০২২ এর মধ্যে কোনিয়া মেট্রোপলিটন মিউনিসিপ্যালিটি স্টেডিয়াম এবং তুরস্কের কোনিয়ার কারাতে মেহমেত ওটকুট ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রাথমিক এবং চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সমস্ত খেলোয়াড়দের ১ জানুয়ারি ১৯৯৮ (অনূর্ধ্ব-২৩) বা তার পরে জন্মগ্রহণ করতে হবে। যাইহোক, তিনজন পর্যন্ত পুরুষ ক্রীড়াবিদ যারা এই বয়সসীমা পূরণ করে না তারাও চূড়ান্ত প্রতিযোগিতার জন্য ক্রীড়াবিদদের অফিসিয়াল তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে। সর্বোচ্চ ৮টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। দলগুলোকে ২টি গ্রুপে ভাগ করা হবে এবং প্রতিটি গ্রুপে ৪টি করে দল থাকবে।[][]

অংশগ্রহণকারী দলগুলো

[সম্পাদনা]

আটটি দল অংশ নেয়। সব দলই অনূর্ধ্ব-২৩।[]

পুরুষ
কনফেডারেশন দেশ
সিএএফ (আফ্রিকা)  আলজেরিয়া
 ক্যামেরুন
 মরক্কো
 সেনেগাল
এএফসি (এশিয়া)  ইরান
 সৌদি আরব
উয়েফা (ইউরোপ)  আজারবাইজান
 তুরস্ক (স্বাগতিক)

ভেন্যু

[সম্পাদনা]
শহর ভেন্যু ক্ষমতা
কোনিয়া কোনিয়া মেট্রোপলিটন পৌরসভা স্টেডিয়াম ৪২,০০০
সেলজুক বিশ্ববিদ্যালয় ১৫ জুলাই স্টেডিয়াম ৫,০০০
জুমহুরিয়েত স্টেডিয়াম ১,৫০০

স্কোয়াডস

[সম্পাদনা]

গ্রুপ পর্ব

[সম্পাদনা]

গ্রুপ এ

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 তুরস্ক (H) +২ সেমিফাইনালে
 আলজেরিয়া +৩
 সেনেগাল +১
 ক্যামেরুন −৬
উৎস: [১]
(H) স্বাগতিক।

গ্রুপ বি

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 সৌদি আরব +৬ সেমিফাইনালে
 আজারবাইজান +২
 মরক্কো +১
 ইরান −৯

নক্আউট পর্ব

[সম্পাদনা]
 
সেমিফাইনালফাইনাল
 
      
 
১৫ আগস্ট
 
 
 তুরস্ক
 
১৬ আগস্ট
 
 আজারবাইজান
 
 তুরস্ক
 
১৫ আগস্ট
 
 সৌদি আরব0
 
 সৌদি আরব
 
 
 আলজেরিয়া
 
৩য় স্থান নির্ধারণী
 
 
১৬ আগস্ট
 
 
 আজারবাইজান
(পেন.)
০(৪)
 
 
 আলজেরিয়া০(৩)

সেমিফাইনাল

[সম্পাদনা]

ব্রোঞ্জ পদক ম্যাচ

[সম্পাদনা]
আজারবাইজান ০–০
(পেন.)
(৪–৩)
 আলজেরিয়া
সেলজুক স্টেডিয়াম কোনিয়া

স্বর্ণপদক ম্যাচ

[সম্পাদনা]
তুরস্ক ১–০ সৌদি আরব
কোনিয়া মেট্রোপলিটন পৌরসভা স্টেডিয়াম ,কোনিয়া

চূড়ান্ত অবস্থান

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট চূড়ান্ত ফলাফল
 তুরস্ক +৪ ১৩ স্বর্ণপদক
 সৌদি আরব +৬ ১২ রৌপ্য পদক
 আজারবাইজান +১ ব্রোঞ্জ পদক
 আলজেরিয়া +২ চতুর্থ স্থান
 মরক্কো +১ গ্রুপ পর্ব থেকে বিদায়
 সেনেগাল +১
 ক্যামেরুন −৬
 ইরান −৯

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Football at the 2021 Islamic Solidarity Games"। konya2021.com। জুন ১, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৪, ২০২২ 
  2. "SPOR EL KİTABI Futbol" (পিডিএফ) (তুর্কি ভাষায়)। konya2021.com। জুন ১, ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৪, ২০২২ 
  3. "Team sport draw results announced"। konya2021.com। জুলাই ৫, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৪, ২০২২