বিষয়শ্রেণী আলোচনা:অবস্থান অনুযায়ী মেরুদণ্ডী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

@কুউ পুলক, আমার মনে হয় "মেরুদণ্ডী প্রাণী" দেওয়া উচিত। শুধু মেরুদণ্ডী দিলে শুনতে ভালো লাগছে না। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৪১, ৯ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান ভাই ভালো শোনায় না। এই পদ্ধতি অনুসরণ করছি দেখুন। Mammals of Sri Lanka থাকলে শ্রীলঙ্কার স্তন্যপায়ী। শুধু Mammals হলে স্তন্যপায়ী প্রাণী। তেমনি Vertebrates সাথে কিছু থাকলে মেরুদণ্ডী আর শুধু Vertebrates যখন তখন মেরুদণ্ডী প্রাণী। বারবার প্রাণী টেনে আনা বোধ হয় ঠিক না।  কুউ পুলক  ১৮:৪৭, ৯ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আচ্ছা। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৫৯, ৯ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]