বিষয়বস্তুতে চলুন

পর্যায় (পতঙ্গ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডিম থেকে পিউপা পর্যন্ত ইম্পেরিয়াল মথের (Eacles imperialis) বিভিন্ন পর্যায়
Papilio polytes এর শূককীটের দুইটি পর্যায়

পর্যায় (ইংরেজি: Instar)হল আর্থ্রোপোডের (যেমন কীট) যৌন পরিপক্কতা লাভের আগ পর্যন্ত মোচনের (একডাইসিস) মধ্যকার বিকাশের স্তর।[] বৃদ্ধির জন্য অথবা নতুন আকার ধারণের জন্য আর্থ্রোপোডকে অবশ্যই বহিঃকঙ্কাল খসাতে হয়। পর্যায়ের মধ্যকার পার্থক্যগুলো মূলত দেহের পরিবর্তিত অনুপাত, রঙ, ধরন অথবা দেহখণ্ডের সংখ্যার পরিবর্তনের মাধ্যমে প্রকাশ পায়। কিছু আর্থ্রোপোড যৌন পরিপক্কতা অর্জনের পরেও মোচন চালিয়ে যেতে পারে, তথাপি পরবর্তীতে এসব মোচনকে "পর্যায়" বলা যাবে না।

একটি কীট কতগুলো পর্যায়ের মধ্য দিয়ে যাবে তা মূলত এর প্রজাতি এবং পরিপার্শ্বীয় পরিবেশের অবস্থার উপর নির্ভর করে। স্বল্প তাপমাত্রা এবং আর্দ্রতা প্রায়সই বিকাশের হার কমিয়ে দেয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. আল্লাবি, মাইকেল (২০০৬), "A dictionary of Ecolgoy", পৃষ্ঠা ২৩৪, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস, ইউএসএ।