ইবনে ইয়াস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মুহাম্মদ ইবনে ইয়াস (জন্ম: জুন ১৪৪৮; মৃত্যু: ১৫২২ সালের নভেম্বরের পরে) আধুনিক মিশরীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ইতিহাসবিদ।[১] তিনি মিশরে উসমানীয় আক্রমণের একজন প্রত্যক্ষদর্শী ছিলেন।

সার্কাসিয়ান[২] বংশোদ্ভূত, তিনি ছিলেন মামলুকদের একজন এবং বাদা'ই আল-জুহুর ফি ওয়াকা'ই আল-দুহুর উপাধিতে ভূষিত ছিলেন।

নাসির মুহাম্মাদ সম্পর্কে তার বক্তব্যের মতো অনেক সূত্রে তার উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে: "তাঁর নাম অন্য কোনো রাজার নামের মতো সর্বত্র উল্লেখ করা হয়নি। সমস্ত রাজারা তাকে চিঠি লিখতেন, তাকে উপহার পাঠাতেন এবং তাকে ভয় করতেন। সমগ্র মিশর তার দখলে ছিল।"

কাজ[সম্পাদনা]

ইবনে আইয়াস মিশরের ছয় খণ্ডের ইতিহাসের লেখক ছিলেন, যার মোট ৩,০০০ পৃষ্ঠা রয়েছে,[৩] "বাদাইউয যুহুর ফি ওয়াকাইউদ দুহুর" শিরোনামে।[৪] 

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Gamal al-Ghitani; Winner of the Greatest French Prize for Translated Literature"। Egypt State Information Service। ২০০৮-১২-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. Brinner, W.M.। "Ibn Iyās" (ইংরেজি ভাষায়)। 
  3. Findarticles.com
  4. ابن إياس ؛ [Ibn Iyas] (২০০৭)। بدائع الزهور في وقائع الدهور (Arabic ভাষায়)। اختصار و تقديم مدحت الجيار [Abridged and edited by Medhat al-Jayyar]। الهيئة المصرية العامة للكتاب، [Almisriya Lilkitab]। পৃষ্ঠা 91। আইএসবিএন 978-977-419-623-2ওসিএলসি 621653566