মোমাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোমাই মাতা। অন্য নাম '''দশমা''' দেবী।

মোমাই বা মোমাই মাতা ( গুজরাটি: મોમાઈ માં), অন্যনাম দশমা নামেও পরিচিত, হলেন দেবী দুর্গার একটি রূপ, গুজরাটে একজন আঞ্চলিক হিন্দু দেবী, বিশেষ করে কচ্ছের মরু অঞ্চলে জনপ্রিয় দেবী।[১][২]

মোমাই রাবারী উপজাতির সর্বোচ্চ দেবী।রাবারীর সোরাথিয়া গোষ্ঠী তাকে মামাই বলে ডাকত। কচ্ছের রাপারের কাছে অবস্থিত মোমাই মোরা গ্রামটি সেই জায়গা যেখানে দেবতা প্রথম আবির্ভূত হয়েছিল বলে জানা যায়। মন্দিরটি একটি তীর্থস্থান এবং প্রতি বছর নবরাত্রির প্রাক্কালে এখানে বিশাল উৎসব মহাসমারোহে উদযাপিত হয়। তিনি জাদেজা, পারমার, তৎকালীন কচ্ছ রাজ্যের সোধা শাসকদের একজন কুলদেবীদের হিসেবে পূজিত হন।[২] দেবীর চার হাত। দেবীর বাহন উটের উপর আরোহণ করা অবস্থায় দেখা যায়। দেবীর উপরের ডান এবং বাম হাতে যথাক্রমে একটি তলোয়ার এবং ত্রিশূল ধারণ করেন এবং নিচের ডান এবং বাম হাতে তার একটি পদ্ম এবং বর্ম রয়েছে।[১][৩] জাদেজা, পরমার, সোধা গোষ্ঠী ছাড়াও, তিনি কচ্ছের রাবারী বংশ কর্তৃক পূজিত হন, তার প্রতিচ্ছবি রাবারীদের প্রায় প্রতিটি ঘরেই পাওয়া যায়।[৪][৫][৬]বরদাই ব্রাহ্মণরাও তাকে কুলদেবী রূপে পূজা করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Westphal-Hellbusch, Sigrid; Westphal, Heinz। Hinduistische Viehzüchter im nord-westlichen Indien: Die Rabari (জার্মান ভাষায়)। Duncker & Humblot। আইএসবিএন 978-3-428-43107-6। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২১ 
  2. Forschungen zur Ethnologie und Sozialpsychologie (জার্মান ভাষায়)। Dunker & Humblot.। ১৯৭৪। পৃষ্ঠা 111–113। আইএসবিএন 978-3-428-03107-8। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২১ 
  3. એન, ભાટી। "મોમાઈ માતાનું મૂળ સ્થાપન સ્થળ મોમાઈ-મા મંદિરઃ 'મોમાઈ મોરા' | Gujarat Times MOMAI MATA - MOMAI MORA"। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২১ 
  4. Swayam, S. (২০০৬)। Invisible People: Pastoral Life in Proto-historic Gujarat (ইংরেজি ভাষায়)। John and Erica Hedges Limited। পৃষ্ঠা 44–50। আইএসবিএন 978-1-84171-732-6। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২১ 
  5. Dhamija, Jasleen (১৯৮৫)। Crafts of Gujarat (ইংরেজি ভাষায়)। Mapin। পৃষ্ঠা 143–44। আইএসবিএন 978-0-295-96248-1। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২১ 
  6. Khare, Randhir (২০০৪)। Kutch, Triumph of the Spirit (ইংরেজি ভাষায়)। Rupa & Company। পৃষ্ঠা 116,146–147। আইএসবিএন 978-81-291-0306-2। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২১