ঘাতযন্ত্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঘাতবাদ্য

ঘাতযন্ত্র আঘাত বা টোকা দ্বারা যে বাদ্যযন্ত্র বাজানো হয়। এগুলি তাল বা সুর উৎপাদন করতে ব্যবহৃত হতে পারে।

ঘনযন্ত্র (idiophones)[সম্পাদনা]

কেবল ধাতু বা কাষ্ঠনির্মিত ঘাতবাদ্য যেমন :

খঞ্জনি, করতাল, ঝাঁঝর, মন্দিরা

কেউ কেউ পিয়ানো, এবং সন্তুরকেও এই বিভাগের অন্তর্ভুক্ত করেন, মতভেদে এরা তত বা তারযন্ত্রের অন্তর্ভুক্ত।

আনদ্ধযন্ত্র (membranophone)[সম্পাদনা]

চর্মাচ্ছদিত ঘাতযন্ত্র যেমন: তবলা, মৃদঙ্গ, পাখোয়াজ, খোল, ঢাক, ঢোল, ডমরু, মাদল, ভেরী, কাড়া, নাকাড়া, দুন্দুভি, দামামা, ডিমডিম, টমটম, ড্রাম, বঙ্গো