হাজী পারভেজ আহমেদ
অবয়ব
হাজী পারভেজ আহমেদ হলেন একজন সমাজবাদী পার্টির রাজনীতিবিদ, যিনি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বিধানসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১২ সালে এলাহাবাদ দক্ষিণ নির্বাচনী এলাকা থেকে উত্তর প্রদেশের বিধানসভায় ৪১৪ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিলেন, যখন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) নন্দ গোপাল গুপ্ত। [১] তিনি ২০১৭ সালের নির্বাচনে বিএসপি থেকে ভারতীয় জনতা পার্টিতে চলে গিয়ে গুপ্তার কাছে একই আসন হারিয়েছিলেন। তখন জয়ের ব্যবধান ছিল ২৮,৫৮৭ ভোট। [২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Uttar Pradesh Elections 2017: Allahabad South constituency; SP's Parvez Ahmad takes on BSP's Masooq Khan; All you need to know"। Financial Express। ২১ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২০১৯-০১-২৮।
- ↑ "Assembly result 2017"। Elections.in। সংগ্রহের তারিখ ২০১৯-০১-২৮।