মাখনলাল রায়চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাখনলাল রায়চৌধুরী
জন্ম(১৯০০-০১-০৫)৫ জানুয়ারি ১৯০০
মৃত্যু২৮ জুন ১৯৬২(1962-06-28) (বয়স ৬২)
পেশাইতিহাসবিদ ও সাহিত্যিক
পিতা-মাতামহিমচন্দ্র রায়চৌধুরী (পিতা)

ড. মাখনলাল রায়চৌধুরী, শাস্ত্রী (৫ জানুয়ারি ১৯০০ — ২৮ জুন ১৯৬২) ছিলেন একজন বিখ্যাত ইতিহাসবিদ। তবে সাহিত্যিক, শিক্ষাবিদ, ক্রীড়াবিদ ও সমাজসেবী হিসাবেও খ্যাতিমান ছিলেন। [১]

জন্ম ও শিক্ষা জীবন[সম্পাদনা]

মাখনলাল রায়চৌধুরীর জন্ম বৃটিশ ভারতের অধুনা বাংলাদেশের নোয়াখালী জেলার করপাড়ায়। পিতা মহিমচন্দ্র রায়চৌধুরী ছিলেন প্রখ্যাত আইনবিদ। তিনি নোয়াখালীর জুবিলি হাই স্কুল থেকে বৃত্তিসহ প্রবেশিকা পরীক্ষা পাশ করেন। এরপর তিনি ঢাকা কলেজে বি.এ ক্লাসে ভরতি হন। কিন্তু ১৯২০ খ্রিস্টাব্দে গান্ধীজীর অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করায় তিনি করে থেকে বিতাড়িত হন। পরে ১৯২২ খ্রিস্টাব্দে বি.এ পাশ করেন এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইতিহাসে প্রথম শ্রেণীতে এম.এ পাশ করেন। এর সঙ্গে তিনি আইন পরীক্ষাতেও উত্তীর্ণ হন। কিছুদিন স্বনামধন্য ঐতিহাসিক যদুনাথ সরকারের অধীনে গবেষণা করেন। [১]

কর্মজীবন[সম্পাদনা]

ইতিমধ্যে তিনি পাটনা কলেজে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে ভাগলপুরের টি.এন.বি কলেজে যোগ দেন। এখানে অধ্যাপনাকালে তিনি অধ্যাপক খোদাবক্সের অধীনে "দীন ইলাহি" -র উপর গবেষণা করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেমচাঁদ-রায়চাঁদ বৃত্তি লাভ করেন এবং ১৮৩৪ খ্রিস্টাব্দে তিনি "মওয়াট" স্বর্ণপদক লাভ করেন। ১৯৩৭ খ্রিস্টাব্দে তৎকালীন বারাণসীর ওরিয়েন্টাল কলেজ তাকে "শাস্ত্রী" উপাধি প্রদান করে। কলকাতা বিশ্ববিদ্যালয় ১৯৪১ খ্রিস্টাব্দে তাঁর রচিত "স্টেট অ্যান্ড রিলিজিয়ন ইন মুঘল ইন্ডিয়া" শীর্ষক প্রবন্ধের জন্য ডি.লিট প্রদান করে এবং "দ্য দীন ইলাহি অর দ্য রিলিজিয়ন অফ আকবর" গ্রন্থটি প্রকাশ করে। ১৯৪২ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে 'ইসলামিক হিস্ট্রি' বিভাগ খোলা হলে তিনি অধ্যাপক হিসাবে যোগ দেন। ১৯৪৪ খ্রিস্টাব্দে মিশরের জন্য ঘোষ ট্রাভেলিং ফেলোশিপ লাভ করায় তিনি কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে যান এবং ১৯৪৮ খ্রিস্টাব্দে "মিউজিক ইন ইসলাম" গ্রন্থের জন্য গ্রিফিথ পুরস্কার লাভ করেন। এখানে অবস্থানকালে তিনিই প্রথম আরবি ভাষায় "ভগবদ্গীতা" অনুবাদ করেন। পরে তিনি মিশরের রাজকীয় বিশ্ববিদ্যালয়ে প্রাচ্য ভাষা ও সাহিত্য সংস্কৃতির অধ্যাপক নিযুক্ত হন এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। ১৯৫০ খ্রিস্টাব্দে তিনি দেশে ফিরে আসেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবার 'ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগ'-র প্রধান অধ্যাপক হন। [২] তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট এবং একাডেমিক কাউন্সিলেরও সদস্য ছিলেন।

সাহিত্যকর্ম[সম্পাদনা]

মাখনলাল রায়চৌধুরী সাহিত্য অনুরাগী ছিলেন। সাহিত্যকর্মে ও বিভিন্ন সাহিত্য আলোচনায় বিশেষ দক্ষতার পরিচয় পাওয়া যায়। তিনি ইংরাজী ভাষায় "আরবি সাহিত্যের উপর সংস্কৃতের প্রভাব" - শীর্ষক প্রবন্ধ রচনা করে স্যার আশুতোষ স্বর্ণ পদক লাভ করেন। তার রচিত গ্রন্থগুলিরমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল —

  • জাহানারার আত্মকাহিনী (১৯৫০)
  • শরৎ-সাহিত্যে পতিতা (১৯৩৯)
  • ব্রহ্মবিদ্যার যৎকিঞ্চিৎ (১৯৩৫)
  • বিশ্বের বিখ্যাত পত্রাবলী
  • আরব শিশুর কাহিনী
  • হে অতীত কথা কও (১৯৪৯)
  • রামায়ণে রাক্ষস সভ্যতা
  • ভারতবর্ষ পরিচয়
  • মিশরের ডায়েরী (তিন খণ্ড)
  • দেশবিদেশের ছেলেমেয়ে
  • রেমান্স অফ আফগানিস্তান
  • ইজিপ্ট ইন ১৯৪৫ প্রভৃতি। [২][৩]

সাহিত্যচর্চার পাশাপাশি মাখনলাল ক্রীড়ানুরাগীও ছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের অধ্যক্ষ পদে ছিলেন। নিজে কলকাতার আইএফএ শীল্ডের ফুটবল প্রতিযোগিতায় কয়েক বার অংশগ্রহণ করেন। জনসেবাতেও তার বিশেষ অবদান ছিল। ১৯৩৪ খ্রিস্টাব্দের ১৫ ই জানুয়ারি বিহারের মুঙ্গেরে ভূমিকম্পের সময় এবং ১৯৪৩ খ্রিস্টাব্দের মন্বন্তরে সেবাকার্যে নিয়োজিত ছিলেন।

জীবনাবসান[সম্পাদনা]

মাখনলাল রায়চৌধুরী ১৯৬২ খ্রিস্টাব্দের ২৮শে জুন পরলোক গমন করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৬ পৃষ্ঠা ৫৬৩, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
  2. মাখনলাল রায়চৌধুরী রচিত- জাহানারার আত্মকাহিনী - প্রথম দিব্যপ্রকাশ সংস্করণ, নভেম্বর-২০১৬, পৃষ্ঠা-৯,১০ আইএসবিএন ৯৭৮-৯৮-৪৯১৪-৭৪২-৮
  3. "Makhanlal Raychoudhury- মাখনলাল রায়চৌধুরী Archives"। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৪