আইএফএ শীল্ড
![]() আইএফএ শীল্ড | |
আয়োজক | ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (পশ্চিমবঙ্গ) |
---|---|
প্রতিষ্ঠিত | ১৮৯৩; ১২৮ বছর আগে |
অঞ্চল | ![]() |
দলের সংখ্যা | ৮ |
বর্তমান চ্যাম্পিয়ন | রিয়েল কাশ্মীর এফসি (২য় শিরোপা) |
সবচেয়ে সফল দল | ইস্টবেঙ্গল (২৯টি শিরোপা) |
ওয়েবসাইট | আইএফএ শীল্ড |
![]() |
আইএফএ শীল্ড সাংবার্ষিকভিত্তিতে অনুষ্ঠিত একটি ফুটবল প্রতিযোগিতা। ১৮৯৩ সালে প্রবর্তিত এ প্রতিযোগিতাটি ভারতীয় ফুটবল সংস্থা কর্তৃক পরিচালিত হয়ে থাকে। ইংলিশ, স্কটিশ এফএ কাপ এবং ডুরান্ড কাপের পর এটি চতুর্থ প্রাচীনতম প্রতিযোগিতা হিসেবে বিশ্বে পরিচিত হয়ে আসছে। ১৯১১ সালে প্রথম ভারতীয় ফুটবল ক্লাব হিসেবে এ মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব অর্জন করে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। দলটি ইস্ট ইয়র্কশায়ার রেজিম্যান্ট দলকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করেছিল।
ইতিহাস[সম্পাদনা]

১৯১১ সালের আইএফএ শীল্ড জয়ী মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব