৪১ স্কোয়াড্রন এয়ারবর্ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
৪১ স্কোয়াড্রন এয়ারবর্ন
সক্রিয়গোপন
দেশ বাংলাদেশ
শাখা বাংলাদেশ বিমানবাহিনী
ধরনবিশেষ বাহিনী
আকারগোপন

৪১ স্কোয়াড্রন এয়ারবর্ন বাংলাদেশ বিমান বাহিনীর একটি স্বাধীন বিশেষ অপারেশন বাহিনী। দেশের বিমান ঘাঁটি, বিমান এবং অন্যান্য বিমান বাহিনীর স্থাপনা ও সম্পদ রক্ষার জন্য এই কমান্ডো ইউনিট গঠন করা হয়।[১] এটি একটি ছোট কমান্ডো ইউনিট যারা মূলত বিমানবন্দর এলাকা রক্ষার জন্য কার্যক্রম পরিচালনা করে কিন্তু তারা সেই সাথে মৌলিক দায়িত্বও পালন করতে পারে।

ইতিহাস[সম্পাদনা]

ঢাকার গাজীপুরে এর প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এই কমান্ডো ইউনিট বিধ্বস্ত বিমানের পাইলট উদ্ধার, শত্রুর অপারেশন লাইনের পিছনে, সন্ত্রাসবাদ বিরোধী/বিদ্রোহ বিরোধী কার্যক্রমে বিশেষজ্ঞ। এই বাহিনীর কমান্ডোরা সাধারণত টাইপ ৫৬-২, বিডি-০৮, তুয়ারুস এসএমটি-৯ সি এসএমজি, ১২ গেজ শটগান, বিভিন্ন এলএমজি, টাইপ-৮৫ স্নাইপার রাইফেল ইত্যাদি ব্যবহার করে।

তথ্যসূত্র[সম্পাদনা]