বিষয়বস্তুতে চলুন

খুনশান ফুটবল ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খুনশান
পূর্ণ নামখুনশান ফুটবল ক্লাব
প্রতিষ্ঠিত১২ ডিসেম্বর ২০১৪; ১০ বছর আগে (2014-12-12)
মাঠখুনশান স্টেডিয়াম
ধারণক্ষমতা৩০,০০০
ম্যানেজারচীন কাও ইয়াও
লিগচীন লীগ ওয়ান
২০২০৩য়
বর্তমান মৌসুম

খুনশান ফুটবল ক্লাব (চীনা: 昆山足球俱乐部, ইংরেজি: Kunshan F.C.; সাধারণত খুনশান এফসি অথবা শুধুমাত্র খুনশান নামে পরিচিত) হচ্ছে খুনশান ভিত্তিক একটি চীনা পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে চীনের দ্বিতীয় স্তরের ফুটবল লীগ চীন লীগ ওয়ানের প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ২০১৪ সালের ১২ই ডিসেম্বর তারিখে চেনচিয়াং হুয়াসা ফুটবল ক্লাব নামে প্রতিষ্ঠিত হয়েছে।[] ৩০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট খুনশান স্টেডিয়ামে এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[][] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন চীনা সাবেক ফুটবল খেলোয়াড় কাও ইয়াও। চীনা মধ্যমাঠের খেলোয়াড় ওয়াং চিয়াচিয়ে এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "分享吧"fcharca (চীনা ভাষায়)। ২০১৭-০৯-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১০-২০ 
  2. "Daum 카페"Daum 카페 (চীনা ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১০-২০ 
  3. "খুনশানের স্টেডিয়াম"ট্রান্সফারমার্কেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২১ 
  4. "খুনশান"ট্রান্সফারমার্কেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২১