পেটি ক্যাশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পেটি ক্যাশ হচ্ছে খুচরা নগদান বই। প্রতিষ্ঠানের ছোট নগদ খরচ গুলোর জন্য আলাদা আলাদা হিসেব সংরক্ষণ করা সময়সাপেক্ষ, তাই এইসকল খরচকে একত্রে খুচরা নগদান বইয়ে লিপিবদ্ধ করা হয়। যার অপর নাম পেটি ক্যাশ বই। যিনি একাজে নিযুক্ত থাকেন তাকে পেটি ক্যাশিয়ার বলা হয়।

পেটি ক্যাশ ব্যয় হিসাবের সবচেয়ে সাধারণ উপায় হল ইমপ্রেস্ট সিস্টেম ব্যবহার করা।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]