অ্যান্ড্রয়েড পাই
অবয়ব
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একটি সংস্করণ | |
ডেভলপার | গুগল |
---|---|
সাধারণ সহজলভ্যতা | ৬ আগস্ট ২০১৮ |
সর্বশেষ মুক্তি | ৯.০[১] / আগস্ট ৬, ২০১৮ |
কার্নেলের ধরন | মনোলিথিক (লিনাক্স) |
লাইসেন্স | Apache License |
পূর্বসূরী | অ্যান্ড্রয়েড ৮.১ "ওরিও" |
ওয়েবসাইট | www |
সহায়তার অবস্থা | |
সমর্থিত |
অ্যান্ড্রয়েড "পাই" (ইংরেজি: Android Pie) অ্যান্ড্রয়েডের নবম প্রধান ও ১৬তম সাধারণ সংস্করণ।
প্রথম মার্চ ৭, ২০১৮ সালে গুগল প্রথম অ্যান্ড্রয়েড পাই-এর ঘোষণা দেয় এবং একইদিন প্রথম ডেভেলপার প্রিভিউ প্রকাশিত হয়।[২][৩] দ্বিতীয় প্রিভিউ, বেটা হিসেবে ২০১৮ সালের ৭ মে প্রকাশিত হয়।[৪] তৃতীয় প্রিভিউ, বেটা ২, মুক্তি পায় জুন ৬, ২০১৮।[৫] চতুর্থ প্রিভিউ, বেটা ৩, জুলাই ২ ২০১৮তে মুক্তি পায়।[৬] অ্যান্ড্রয়েডের সমাপনী বেটা জুলাই ২৫ ২০১৮ সালে আসে।[৭][৮][৯] আগস্ট ৬, ২০১৮ সালে অ্যান্ড্রয়েড "পি", অ্যান্ড্রয়েড "পাই" নামে দাপ্তরিকভাবে মুক্তি পায়[১০]
বৈশিষ্ট্য
[সম্পাদনা]- কুইক সেটিংস মেনুর জন্যে নতুন ব্যবহারকারী ইন্টারফেস[১১]
- ঘড়ি নোটিফিকেশন বারের বামে এখন। [১১]
- ব্যাটারি সেভার চালু করলে এখন আর নোটিফিকেশন ও স্ট্যাটাস বারে কমলা রঙ আসে না।[১১]
- পাওয়ার অপশনে একটি "স্ক্রিনশট" বাটন যোগ করা হয়েছে[১১]
- নতুন "লকডাউন" মুড, যেটি চালু করলে ব্যবহারকারী পুনরায় পাসোয়ার্ড দিয়ে লগইন করা পর্যন্ত সমস্ত বায়োমেট্রিক অথেনটিকেশন বন্ধ হয়ে যায়।[১১]
- গুইজুড়ে অধিকাংশ জায়গায় কোণাকৃতির বদলে বৃত্তাংশের ব্যবহার। (রাউন্ড কর্নার)।
- এপ্লিকেশন পরিবর্তনের সময় ও এপ্লিকেশনের ভেতরের কার্যক্রমের জন্যে নতুন ট্রানজিশন।
- উন্নত ম্যাসেজিং বিজ্ঞপ্তি, যেখানে বিজ্ঞপ্তির অভ্যন্তরেই পরিপূর্ণ আলাপ চালিয়ে নেওয়া যায়।
- ডিসপ্লে কাটআউটের জন্যে সমর্থন।
- ভলিউম স্লাইডার পুনঃডিজাইন, ভলিউম বাটনের পাশেই এখন এর অবস্থান।
- অলওয়েজ-অন-ডিসপ্লেতে এখন ব্যাটারি পার্সেন্টেজও দেখায়।
- লক স্ক্রিন নিরাপত্তায় পরিবর্তন এসেছে, এনএফসি(নিয়ার ফিল্ড কমুনিকেশন) আনলক উন্নয়ন।
- এক্সপেরিমেন্টাল বৈশিষ্ট্য (যেগুলো ফিচার ফ্ল্যাগ মেনুর অভ্যন্তরে এখন) যোগ করা হয়েছে, যেমন- এবাউট ফোন অএজ পুনঃডিজাইন এবং ড্রাইভিং-এর সময় ব্লুটুথ চালুকরণ।
- টিএলএস-এর বদল ডিএনএস।
- হাই এফিশিয়েন্সি ইমেজ ফাইল ফরম্যাট (.heif) সমর্থন।
- আইফোন দশের মত নতুন জেসচার-ভিত্তিক সিস্টেম ইন্টারফেস।[১২]
- পুনঃডিজানকৃত, আড়াআড়ি মাল্টিটাস্ক এপ সুইচার, নিচে গুগল সার্চ বার ও এপ ড্রয়ার সহ।
- অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার হ্রাসের জন্যে নতুন "ডিজিটাল ওয়েলবিং" ফিচার।
- ইমার্জেন্সি ছাড়া নোটিফিকেশন বন্ধ করে রাখতে ফোনকে উবু করে রাখা।[১৩]
- এডাপ্টিভ ব্যাটারি ফিচার যেখানে ব্যবহারকারী পরবর্তীতে যে এপ্লিকেশন ব্যবহার করতে যাচ্ছে অই এপকে গুরুত্ব প্রদানের মাধ্যমে ব্যাটারি পাওয়ার বাড়ানো।
- উন্নত এডাপ্টিভ ব্রাইটনেস ফিচার যেটি স্ক্রিন ব্রাইটনেস ব্যক্তিগত পছন্দের উপর ঠিক করে দেয়।
- জেসচার নেভিগেশন চালু থাকলে নেভিগেশনে বারে নতুন ছোট একটি ব্যাক বাটন আসে।
- ম্যানুয়াল থিম সিলেকশন।
- এডাপ্টিভ ব্যাটারি ফিচার যেখানে ব্যবহারকারী পরবর্তীতে যে এপ্লিকেশন ব্যবহার করতে যাচ্ছে অই এপকে গুরুত্ব প্রদানের মাধ্যমে ব্যাটারি পাওয়ার বাড়ানো।
- উন্নত এডাপ্টিভ ব্রাইটনেস ফিচার যেটি স্ক্রিন ব্রাইটনেস ব্যক্তিগত পছন্দের উপর ঠিক করে দেয়।
- জেসচার নেভিগেশন চালু থাকলে নেভিগেশনে বারে নতুন ছোট একটি ব্যাক বাটন।
- ম্যানুয়াল থিম সিলেকশন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "অ্যান্ড্রয়েড সোর্স"। গুগল গিট। সংগ্রহের তারিখ আগস্ট ৮, ২০১৮।
- ↑ এল খৌরি, রিতা। "গুগল অ্যান্ড্রয়েড পি-এর ঘোষণা দিলো: নচ সমর্থন, একাধিক-ক্যামেরা এপিআই, ইনডোর পজিশনিং এবং অন্যান্য"। অ্যান্ড্রয়েড পুলিশ। ইল্লজিকেজ রোবট এলএলসি। সংগ্রহের তারিখ মার্চ ৭, ২০১৮।
- ↑ উইটওয়াম, রায়ান। "অ্যান্ড্রয়েড পি লাইভ ইমেজ ও ওটিএ আপডেট, এখনও কোন বেটা প্রোগ্রাম নেই"। অ্যান্ড্রয়েড পুলিশ। ইলজিকেল রোবট এলএলসি। সংগ্রহের তারিখ মার্চ ৭, ২০১৮।
- ↑ "অ্যান্ড্রয়েড পি বেটা আজ থেকে পাওয়া যাচ্ছে"। ৯টুগুগল। সংগ্রহের তারিখ মে ৮, ২০১৮।
- ↑ "অ্যান্ড্রয়েড পি ডেভেলপার প্রিভিউ ৩"। অ্যান্ড্রয়েড। সংগ্রহের তারিখ জুন ৬, ২০১৮।
- ↑ "অ্যান্ড্রয়েড পি বেটা ৩"। অ্যান্ড্রয়েড ডেভলপারস ব্লগ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-০২।
- ↑ "লঞ্চের আগএ গুগল অ্যান্ড্রয়েড পি-এর শেষ বেটা আনলো"। দ্য ভার্জ। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-০৬।
- ↑ "অ্যান্ড্রয়েড পি'জ ফাইলান বেটা প্রিভিউ ইজ লাইভ"। টেকক্রাঞ্চ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-০৬।
- ↑ "অ্যান্ড্রয়েড পি ইজ অলমোস্ট হেয়ার"। লিলিপুটিং (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৭-২৫। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-০৬।
- ↑ "অ্যান্ড্রয়েড পি-তে পাই"। Engadget (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-০৬।
- ↑ ক খ গ ঘ ঙ রহমান, মিশাল (মার্চ ৭, ২০১৮)। "অ্যান্ড্রয়েড পি ডেভেলপার প্রিভি ১-এ যা যা নতুন"। এক্সডিএ ডেভেলপার। সংগ্রহের তারিখ মার্চ ৮, ২০১৮।
- ↑ রাইট, এরো (মে ১১, ২০১৮)। "অ্যান্ড্রয়েড ডেভেলপার প্রিভিউ ২-এ যা যা নতুন"। এক্সডিএ ডেভেলপার। সংগ্রহের তারিখ আগস্ট ৮, ২০১৮।
- ↑ ও'র্যুক, প্যাট্রিক (মে ৮, ২০১৮)। "অ্যান্ড্রয়েড অই-এর নতুন ফিচারের মাধ্যমে গুগল চাচ্ছে ব্যবহারকারী স্মার্টফোন কম ব্যবহার করুক"। মোবাইওসিরাপ। সংগ্রহের তারিখ মে ১২, ২০১৮।