লুবনা বিনতে হাজর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লুবনা বিনতে হাজর (আরবি: لُبنى بنت هاجَر) আবদুল মুত্তালিবের স্ত্রী এবং আবু লাহাবের মা ছিলেন।

তার বাবা হাজর ইবনে আব্দমানাফ ইবনে দাতির[১] ইবনে হুবাশিয়া ইবনে সলুল ইবনে কাব ইবনে আমর, ছিলেন বনু খুজাহ উপজাতির।[২] তার মা, হিন্দ বিনতে 'আমর ইবনে কাব ইবনে সাদ ইবনে তাইম ইবনে মুররা ছিলেন কুরাইশের বনু তাইম বংশের, সুতরাং আবু বকরের আত্মীয় ছিলেন। হিন্দের মা ছিলেন সওদা বিনতে জুহরা ইবনে কিলাব, হিন্দ আমিনা বিনতে ওয়াহাবের প্রথম চাচাত বোন এবং লুবনা ইসলামিক নবী মুহাম্মদের দ্বিতীয় চাচাত বোন ছিলেন।

আবদুল-মুত্তালিবের সাথে তার বিবাহের মাধ্যমে লুবনার এক পুত্র হয়েছিল নাম আবদুল-উজ্জা, তবে তিনি আবু লাহাব ("শিখা মানব") হিসাবে পরিচিত ছিলেন, তাঁর সৌন্দর্যের কারণে।[৩] [২]

পরবর্তীকালে মুসলিম ঐতিহাসিকদের মতে লুবনা আল-সামাজিজ নামে পরিচিত ছিল, যার অর্থ "অশুভ" (কুৎসিত) বা "কোনও ভাল গুণহীন" হতে পারে।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Abdulmalik ibn Hisham. Notes to Ibn Ishaq's Sirat Rasul Allah. Translated by Guillaume, A. (1955). The Life of Muhammad, p. 708 note 97. Oxford: Oxford University Press.
  2. Muhammad ibn Saad. Kitab al-Tabaqat al-Kabir. Translated by Haq, S. M. (1967). Ibn Sa'd's Kitab al-Tabaqat al-Kabir Volume I Parts I & II, p. 100. Delhi: Kitab Bhavan.
  3. http://www.oxfordislamicstudies.com/article/book/quran-both?sura=111&astart=1&asize=40
  4. Guillaume, A. (1960). New Light on the Life of Muhammad, p. 33. Manchester: Manchester University Press.