বাংলাদেশ অশ্বিনী সেবাশ্রম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলাদেশ অশ্বিনী সেবাশ্রম বাংলাদেশের চিতলমারী উপজেলায় অবস্থিত একটি প্রাচীন স্থাপনা। বাংলাদেশ অশ্বিনী সেবাশ্রম বাংলা ১৩৭১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের গঙ্গাচন্না গ্রামে অবস্থিত। বর্তমানে সেবাশ্রমে অশ্বিনী গোসাই এর মূর্তি, নাট মন্দির এবং বিভিন্ন ঠাকুরের মূর্তি রয়েছে। এখানে প্রতি বছর বৈশাখ মাসের ২,৩, এবং ৪ তারিখ পর্যন্ত মহোৎসব, ধর্মীয় আলোচনা এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়ে থাকে। এছাড়া শ্রাবন মাসের সবশেষ মঙ্গলবারে নাম কীর্ত্তন প্রসাদ বিতরন এবং বুধবার সকালে গঙ্গা শ্রানান হয়ে থাকে। অশ্বিনী গোসাই কর্ম জীবনে ছিলেন চাষী পরবর্তীতে আধ্যাতিক জ্ঞানে গুনান্বিত হন। তার রচিত মতুয়া সম্প্রদায়ের শ্রী শ্রী হরি সংগীত একমাত্র মতুয়াদের আধ্যাতিক সংগীত।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২১