নবীনচন্দ্র বড়দলুই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বারডোলোই 1975 সালে ভারতের স্ট্যাম্পে

নবীন চন্দ্র বরদোলাই (১৮৭৫ - ১৯৩৬) ছিলেন একজন ভারতীয় লেখক, রাজনীতিবিদ এবং আসামের ভারতীয় জাতীয় কংগ্রেস দলের নেতা। একজন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের কর্মী, তিনি মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে (১৯২০–১৯২২) আসামের একজন বিশিষ্ট নেতা ছিলেন। ভারত সরকার ১৯৭৫ সালে তাঁর জন্মশতবার্ষিকীতে তাঁর সম্মানে একটি স্মারক ডাকটিকিট জারি করেছিল। [১]

তাঁর কন্যা নলিনীবালা দেবী একজন প্রখ্যাত কবি ও লেখক, তিনি তাঁর জীবনী স্মৃতি তীর্থ (১৯৪৮) লিখেছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "1975 stamps: Nabin Chandra Bardoloi, 3 November 1975"। ১২ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২০ 

উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "da384" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "ku" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।

উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "na" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।