বিমল কুমার চর্ডিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিমল কুমার চর্ডিয়া (জন্ম: ১৫ অক্টোবর ১৯২৪) [১] রাজ্যসভার প্রাক্তন সদস্য। তিনি মধ্য ভারত বিধানসভা (১৯৫২-৫৭) এবং মধ্য প্রদেশ বিধানসভার সদস্য (১৯৫৭-৬২) ছিলেন। চর্ডিয়া ভারতীয় জন সংঘের রাজ্য শাখার সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এবং ১৯৬২ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. India. Parliament; Rajya Sabha (১৯৬৬)। Who's who। Rajya Sabha Secretariat। পৃষ্ঠা 65। 
  2. "C" (পিডিএফ)। ৪ ডিসেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-২৫