কুঞ্জন নাদার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কুঞ্জন নাদার, ভট্টিওরকভু বীরাণ নামেও পরিচিত (ভট্টিওরকভুর নায়ক) তিনি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, আইনজীবী এবং আইনসভার সাবেক সদস্য। তিনি দুবার ত্রিবাঙ্কুর-কোচিন রাজ্য বিধানসভা এবং একবার মাদ্রাজ রাজ্য বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন।

১৯৫২ সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে পারসালা আসন থেকে ত্রিবাঙ্কুর-কোচিন বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন। [১] ১৯৫৪ সালের অন্তর্বর্তীকালীন নির্বাচনে আবারও তিনি নির্বাচিত হয়েছিলেন। [২] তারপরে ১৯৬২ সালের নির্বাচনে কন্যাকুমারী জেলার পদ্মনাভপুরম আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি মাদ্রাজ রাজ্য বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন। [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. 1952 election for Travancore-Cochin assembly ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০০৮-১২-০৩ তারিখে
  2. 1954 Travancore-Cochin assembly interim election ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০০৮-১০-০৬ তারিখে
  3. "1962 Madras State Election Results, Election Commission of India" (পিডিএফ)। ৭ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২১