কৈলাশ নারায়ণ হাকসার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কর্নেল স্যার কৈলাশ নারায়ণ হাকসার সিআইই (২০ ফেব্রুয়ারি ১৮৭৮ - ১৯৫৩, কলকাতা ) কৈলাস নারায়ণ হাকসার, ১৯৪২ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত জম্মু ও কাশ্মীরের রাজ্য মন্ত্রী ছিলেন এবং [১] গোয়ালিয়র রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন।

তিনি হর নারায়ণ হাকসারের পুত্র এবং রায় বাহাদুর ধর্ম নারায়ণ হাকসারের নাতি ছিলেন। তিনি ১৯১১ সালে ভারতীয় সাম্রাজ্যের অর্ডারের অনুচর হিসাবে নিযুক্ত হন এবং ১৯৩৩ সালে নাইট উপাধি পেয়েছিলেন। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Parmanand Parashar, Kashmir and the Freedom Movement, Sarup & Sons: New Delhi, 2004
  2. Burke's Peerage, Baronetage & Knighthood (97th সংস্করণ)। Burke's Peerage & Gentry। ১৯৩৯। পৃষ্ঠা 2794।