মোহাম্মদ জাভেদ পীরজাদা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মোহাম্মদ জাভেদ পীরজাদা ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্তর্ভুক্ত একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি গুজরাতের ওয়াঙ্কনার আসনের প্রতিনিধিত্বকারী তিনবারের বিধায়ক, ২০০৭, ২০১২ এবং ২০১৭ সালে জিতেছিলেন। রাজনীতিতে যোগদানের আগে পীরজাদা একটা স্কুলের অধ্যক্ষ ছিলেন। ২০০২ সালে তিনি প্রথম নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় হেরেছিলেন। তিনি সৌরাষ্ট্র বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং বি.এড ডিগ্রিধারী। [১][২][৩] ২০১৮ সালে, পীরজাদাকে গুজরাত রাজ্য ওয়াকফ বোর্ডের সদস্য নিযুক্ত করা হয়েছিল, যা মুসলিম আইন দ্বারা স্বীকৃত ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে দান করা সম্পত্তির দায়ী সংস্থা। [৪]

পীরজাদার বাবা আবদুল পীরজাদা এবং দুই ভাই মনজুর পীরজাদা এবং খুরশিদ পীরজাদা গুজরাত বিধানসভায় ওয়াঙ্কনারের প্রতিনিধি হিসাবেও দায়িত্ব পালন করেছেন। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Javed Peerzada- rare winner in the communally divided Gujarat"। TwoCircles.net। ডিসেম্বর ২০, ২০১২। 
  2. Syed Khalique Ahmed (ডিসেম্বর ২১, ২০১২)। "Muslim MLAs down from 7 to 2, after the Gujarat Assembly elections results declared"। Indian Express। 
  3. "Pirzada Mahamad Javid of Congress wins Wankaner seat in a close contest"। Ummid.com। ডিসেম্বর ১৮, ২০১৭। 
  4. "Ahmed Patel appointed as member of Gujarat State Wakf Board."। এপ্রিল ৩, ২০১৮।