ভারত মিহির

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভারত মিহির উপনিবেশিক ব্রিটিশ রাজকালে বাংলায় প্রকাশিত একটি ভারতীয় প্রকাশনা সংস্থা এবং সংবাদপত্র ছিল। কলকাতা[১] এবং ময়মনসিংহে (বর্তমানে বাংলাদেশে) এর শাখা ছিল। ব্রিটিশ সরকার এটিকে ১৮৭৮ সালের ভার্নাকুলার প্রেস আইন দ্বারা নিষিদ্ধ করেছিল।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ইন্ডেন, রোনাল্ড বি. (১৯৭৬)। Marriage and rank in Bengali culture: a history of caste and clan in middle period Bengal (ইংরেজি ভাষায়)। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা ৬৮। আইএসবিএন 978-0-520-02569-1। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১১