প্রতাপ সিং বাহারাত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রতাপ সিং বাহারাত ছিলেন রাজস্থানের একজন স্বাধীনতা কর্মী। তিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবী আন্দোলনে উল্লেখযোগ্যভাবে অংশ গ্রহণ করেছিলেন। তিনি কেশারী সিংহ বারাহতের ছেলে।

১৮৯৩ সালের ২৪ মে ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুর জেলার উদয়পুরে জন্মগ্রহণ করে তিনি রাস বিহারী বোসের অনুসারী হিসাবে বিপ্লব পার্টিতে যোগ দিয়েছিলেন। ১৯২১ এর ৩ ডিসেম্বর তিনি ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জে বোমা নিক্ষেপের বিপ্লবী পরিকল্পনায় অংশ নিয়েছিলেন। তাঁর চাচা জোড়োয়ার সিং বারহাতও ছিলেন সেই দলে।[১] তিনি বেনার্স ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হন এবং ১৯১৬ সালের ফেব্রুয়ারিতে পাঁচ বছরের আরআইয়ের সাজা পান। তার সঙ্গীদের নাম প্রকাশে বাধ্য করতে তাকে বরেলি কেন্দ্রীয় কারাগারে নৃশংস নির্যাতন করা হয়েছিল।কিন্তু তিনি নাম প্রকাশ করেন নি। ১৯১৮ সালের ২৪ শে মে আনসাং হিরো হিসাবে তিনি কারাগারে মারা যান। তাঁর বিখ্যাত উক্তি "আমি আমার মায়ের কান্না থামাতে হাজারো মা কে কাঁদাতে পারি না"।

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. রায়, প্রকাশ (২০২১)। ক্ষমা নেই দেশদ্রোহী প্রথম খণ্ডচেন্নাইআইএসবিএন=‎978-1-68494-815-4: নোশনপ্ৰেস চেন্নাই তামিলনাড়ু