আবু সালমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আব্দ আল-করিম আল-করমি
عبد الكريم الكرمي
জন্ম১৯০৯
মৃত্যু১১ অক্টোবর ১৯৮০(1980-10-11) (বয়স ৭০–৭১)
মার্কিন যুক্তরাষ্ট্র
পেশাকবি, লেখক, রাজনীতিবিদ

আব্দ আল করিম আল-করমি (আরবি: عبد الكريم الكرمي), (১৯০৯–১১ অক্টোবর ১৯৮০), আবু সালমা (أبو سلمى) নামে পরিচিত), একজন বিখ্যাত ফিলিস্তিনি কবি ছিলেন। তিনি তুলকর্মে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ফিলিস্তিন মুক্তি সংস্থার সদস্য ছিলেন।[১]

জীবনী[সম্পাদনা]

আবু সালমার জন্ম পশ্চিম তীরে তুলকর্মে।[২] তিনি আইন অধ্যয়ন করেছেন এবং ১৯৪৮ সালের এপ্রিল অবধি ফিলিস্তিনের বাধ্যতামূলক হাইফায় কাজ করেছিলেন। এরপরে তিনি স্বল্প সময়ের জন্য একরে এবং পরে দামেস্কে চলে আসেন।[৩] তিনি ইব্রাহিম তৌকানের বন্ধু ছিলেন। আবদুল করিম আল-কর্মি বিখ্যাত ভাষাবিদ ও সম্প্রচারক হাসান কর্মির ভাই।

পুরস্কার[সম্পাদনা]

দ্য অ্যাসোসিয়েশন অফ এশিয়ান অ্যান্ড আফ্রিকান রাইটার্স কর্তৃক আবু সালমাকে ১৯৭৮ সালে দ্য লোটাস ইন্টারন্যাশনাল রিওয়ার্ড ফর লিটারেচার পুরস্কারে ভূষিত হন।[৪]

মৃত্যু[সম্পাদনা]

তিনি ১৯০৮ সালের ১১ ই অক্টোবর যুক্তরাষ্ট্রে মারা যান।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Members of the first conference of the Palestine Liberation Organization"। ১২ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২১ 
  2. Abdul kareem Al Karmi - all4palestine
  3. "Abd al-Karim al-Karmi - BIOGRAPHY"। ৭ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২১ 
  4. "Poets from Palestine - Abdelkarim Al-Karmi (Abu Salma)"www.barghouti.com 

বহিঃসংযোগ[সম্পাদনা]