বিষয়বস্তুতে চলুন

দেওনন্দন প্রসাদ যাদব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দেওনন্দন প্রসাদ যাদব বিহার রাজ্যের একজন ভারতীয় রাজনীতিবিদ।

তিনি নির্বাচিত হন ১৯৮৪ ভারতের সাধারণ নির্বাচনে অষ্টম লোকসভায় মুঙ্গের আসন থেকে নির্বাচিত হন। [১] তিনি মুঙ্গের থেকে ৩ বারের সংসদ সদস্য। তিনি ছিলেন সাবেক শিক্ষা মন্ত্রী এবং কেন্দ্রীয় স্কুল সংস্থার সভাপতি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Eighth Lok Sabha State wise - Details - Bihar"। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৭