মহানগর দায়রা জজ আদালত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মহানগর দায়রা জজ আদালত বা মহানগর সেশন জজ কোর্ট এক ধরনের দায়রা আদালত যা কেবলমাত্র বাংলাদেশের মহানগর শহরে পাওয়া যায়। মহানগর দায়রা আদালত কেবলমাত্র মহানগর অঞ্চলের ফৌজদারি মামলাগুলি মোকাবেলা করে। এই আদালতগুলি দায়রা জজদের অধীনে পরিচালিত হয়। বাংলাদেশের ফৌজদারী কার্যবিধির ২০০৯ সংশোধনী অনুসারে দায়রা জজদের সরকার নিয়োগ করে।[১]

ফৌজদারী কার্যবিধির জন্য মহানগর শহরগুলির জন্য বাংলাদেশ সরকার পৃথক দায়রা আদালত প্রতিষ্ঠা করতে হবে।[১] মহানগর ম্যাজিস্ট্রেট আদালতগুলি মহানগর দায়রা জজ আদালতের নিয়ন্ত্রণাধীন এবং অধীনস্থ।[২]

শ্রেণিবিন্যাস[সম্পাদনা]

বর্তমানে একটি মহানগর দায়রা জজ আদালতের সমন্বয়ে একটি তিন-স্তরের কাঠামো রয়েছে-

  • মহানগর দায়রা জজ আদালত
  • অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত
  • যুগ্ম মহানগর দায়রা জজ আদালত

মহানগর দায়রা জজ এবং অতিরিক্ত মহানগর দায়রা জজদের একই অনুশীলনের ক্ষমতা রয়েছে তবে অতিরিক্ত মহানগর দায়রা জজের দায়িত্ব মহানগর দায়রা জজ ভাগ করে দেন।[৩] যুগ্ম দায়রা জজ মহানগর দায়রা জজের অধস্তন। মহানগর দায়রা জজ বিধি তৈরি করতে পারেন বা যুগ্ম দায়রা জজদের বিশেষ আদেশ দিতে পারেন।[৪]

দন্ড প্রদানের ক্ষমতা[সম্পাদনা]

ফৌজদারী কার্যবিধির দণ্ডকে মহানগর দায়রার বিচারকরা যে শাস্তি দিতে পারেন তা সংজ্ঞায়িত করে। সিআরপিসি মহানগর দায়রা জজ এবং অতিরিক্ত মহানগর দায়রা জজকে আইন দ্বারা অনুমোদিত যে কোন সাজা প্রদান করার নির্দেশ দিয়েছে। তবে এই জাতীয় বিচারকের দ্বারা যে কোনও মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য উচ্চ আদালত বিভাগের নিশ্চয়তার প্রয়োজন হয়।[৫]

যেখানে সিআরপিসি যৌথ মহানগর দায়রা জজের জন্য কয়েকটি বিধিনিষেধ প্রয়োগ করেছে। যুগ্ম মহানগর দায়রা জজ মৃত্যুদণ্ড বা দশ বছরের বেশি কারাদণ্ড ব্যতীত যে কোনও সাজা দিতে পারবেন।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Court of Sessions - The Code of Criminal Procedure"bdlaws.minlaw.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫ 
  2. "Subordination of Executive,Judicial and Metropolitan Magistrates- The Code of Criminal Procedure"bdlaws.minlaw.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫ 
  3. কাজী এবাদুল হক (২০১২)। "বিচার ব্যবস্থা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  4. "Subordination of Joint Sessions Judges"bdlaws.minlaw.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫ 
  5. "Sentences which High Court Division and Sessions Judges may pass"bdlaws.minlaw.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫