বাঁশওয়াড়া রাজ্য
অবয়ব
বানসওয়ার সাম্রাজ্য बाँसवाड़ा राज्य | |||||||
---|---|---|---|---|---|---|---|
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য | |||||||
১৫২৭–১৯৪৯ | |||||||
বানসওয়ার সাম্রাজ্য, ইম্পেরিয়াল গেজেটে | |||||||
আয়তন | |||||||
• ১৯০১ | ৪,১৬০ বর্গকিলোমিটার (১,৬১০ বর্গমাইল) | ||||||
জনসংখ্যা | |||||||
• ১৯০১ | 165,350 | ||||||
ইতিহাস | |||||||
• প্রতিষ্ঠিত | ১৫২৭ | ||||||
১৯৪৯ | |||||||
| |||||||
বর্তমানে যার অংশ | রাজস্থান, ভারত |
বানসওয়ার রাজ্যটি আজকের রাজস্থান রাজ্যে অবস্থিত। শাসকরা সিসোদিয়া বংশের লোক ছিল।
ইতিহাস
[সম্পাদনা]বানসওয়ারা রাজ্যটি ১৫২৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[১] ভাগাদের রাওয়াল উদয় সিং মৃত্যুর পর খানয়া যুদ্ধে ১৫২৭ সালে, যেখানে তিনি বাবর বিরুদ্ধে রানা সাঙ্গাকারার পাশাপাশি যুদ্ধ করেছিলেন। তার রাজ্যের অঞ্চল দুঙ্গারপুর রাজ্য এবং বান্সওয়ারা রাজ্যে বিভক্ত করা হয়। বানসওয়ারকে জগমল সিংকে দেওয়া হয়েছিল যিনি এর প্রথম শাসক হয়েছিলেন।[২][৩]
১৯৪৯ সালে বানসওয়ার ভারতীয় ইউনিয়নে একীভূত হয়েছিল। [৪]
রাজ্যের শাসকরা রায় রায়হান নাম উপাধি গ্রহণ করেছিলেন। বানসওয়ারা রাজ্য ১৮৮৮ সালের [১] নভেম্বর ব্রিটিশ রাজ্যে পরিণত হয়েছিল।[১]
রায় রায়ন
[সম্পাদনা]- ১৬৮৮- ১৭০০৬: আজাব সিং
- ১৭০৬- ১৭১৩: ভীম সিং (মৃত্যু ১৭১৩)
- ১৭১৩- ১৭৩৭: বিশন সিংহ (মৃত্যু ১৭৩৭)
- ১৭৩৭- ১৭৪৭: দ্বিতীয় উদাই সিংহ (মৃত্যু ১৭৪৭)
- ১৭৪৭- ১৭৮৬: পৃথ্বী সিং (মৃত্যু ১৭৮৬)
- ১৭৮৬- ১৮১৬: বিজয় সিং (মৃত্যু ১৮১৬)
- ১৮১৬- ১৮১৯: উমাইদ সিং (মৃত্যু ১৮১৯)
- ১৮১৯- ৬ নভেম্বর ১৮৩৮: ভবানী সিং (জন্ম ১৮০৩- মৃত্যু ১৮৩৮)
- ৬ নভেম্বর ১৮৩৮- ২ ফেব্রুয়ারি ১৮৪৪: বাহাদুর সিং (জন্ম ১৭৮৮- মৃত্যু ১৮৪৪)
- ২ ফেব্রুয়ারি ১৮৪৪ - ২৯ এপ্রিল ১৯০৫: লক্ষ্মণ সিং (জন্ম ১৮৩৫- মৃত্যু ১৯০৫)
- ২ ফেব্রুয়ারি ১৮৪৪ - ১৮৫৬: - রিজেন্ট
- ২৯ এপ্রিল ১৯০৫ - ২৭ ডিসেম্বর ১৯১৩: শম্ভু সিং (জ. ১৮৬৮ - মৃ. ১৯১৩)
- ২৭ ডিসেম্বর ১৯১৩ - ২৮ জুলাই ১৯৪৪: পৃথ্বী সিং (খ। 1888 - ডি। 1944) (২ জানুয়ারী ১৯৩৩, স্যার পৃথ্বী সিংহ)
- ২৯ জুলাই ১৯৪৪ - ১৫ আগস্ট ১৯৪৭: চন্দ্র ভীর সিং (জ. ১৯০৯ - মৃ. ১৯৮৫)
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "Indian Princely States before 1947 A-J"। www.worldstatesmen.org। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৫।
- ↑ Dungarpur Britannica.com.
- ↑ চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Dungarpur"। ব্রিটিশ বিশ্বকোষ। 8 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা 679–680।
- ↑ "History of banswara"। www.pinkcity2india.com। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৫।