৬১নং গড়পার লেন
অবয়ব
৬১নং গড়পার লেন | |
---|---|
পরিচালক | রাজেশ দত্ত ইপ্সিতা রায় সরকার |
প্রযোজক | অভিষেক দে সরকার |
রচয়িতা | ইপ্সিতা রায় সরকার |
শ্রেষ্ঠাংশে | সৌমিত্র চট্টোপাধ্যায় প্রিয়াংশু চট্টোপাধ্যায় |
সুরকার | নচিকেতা চক্রবর্তী |
মুক্তি | ১৭ ফেব্রুয়ারি ২০১৭ |
স্থিতিকাল | ১৪০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
৬১নং গড়পার লেন রাজেশ দত্ত ও ইপ্সিতা রায় সরকার পরিচালিত একটি বাংলা সামাজিক চলচ্চিত্র এবং এটি প্রযোজনা করেছেন অভিষেক দে সরকার।[১] এই চলচ্চিত্রটি অ্যাকটর স্টুডিওর ব্যানারে ২০১৭ সালের ১৭ই ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল।[২][৩] চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন নচিকেতা চক্রবর্তী।
কাহিনী
[সম্পাদনা]উত্তর কলকাতায় জগদীশ ঘোষ নামক এক বয়স্কার বাড়িতে আটঘর মধ্যবিত্ত ভাড়াটিয়া থাকেন। জগদীশের একমাত্র মেয়ে ঝিনুক সুপ্রতিক নামে এক ইঞ্জিনিয়ারকে সাথে বিয়ে করেছিল এবং তারা চন্দননগরে থাকেন। মাঝেমধ্যে তারা এই বাড়িটা দেখতে আসেন৷ একদিন সুপ্রতিক মুষ্টিমেয় টাকার বিনিময়ে পুরানো সম্পত্তি এক প্রমোটার মি. বাজরিয়ার কাছে বিক্রি করার সিদ্ধান্ত নেন। তখন সংকট মোকাবেলায় সেই পরিবারগুলি হাত বাড়ায় ।
অভিনয়ে
[সম্পাদনা]- সৌমিত্র চট্টোপাধ্যায় - জগদীশ ঘোষ (বাড়িওয়ালা)
- প্রিয়াংশু চট্টোপাধ্যায় - সুপ্রতিক
- রাজশ্রী রাজবংশী - ঝিনুক
- চান্দ্রেয়ী ঘোষ - শুভশ্রী সরকার (মিনু)
- মনোজ মিত্র- বিপিনবাবু (মিনুর বাবা)
- চিত্রা সেন- বরুণা দি
- খরাজ মুখোপাধ্যায় - যতীন (সানির বাবা)
- প্রিয়াঙ্কা ঘোষাল- অর্চনা (সানির মা)
- সুদীপ্তা চক্রবর্তী- তুলিকা (ঝিনির মা)
- সুজন মুখোপাধ্যায়- স্বরোজ (ঝিনির বাবা)
- সুমিত সমাদ্দার - শিবু (পিউয়ের বাবা)
- পুষ্পিতা মুখোপাধ্যায় - আরতী (তুনুনের মা)
- রতন সরখেল - অবিনাশ (তুতুনের বাবা)
- অনির্বাণ গুহ- রজত
- অরুনভা দত্ত- মিস্টার বাজরিয়া
- বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়- সানি
- সঞ্চারী মুখোপাধ্যায়- পিউ
- তপতী মুন্সি- মায়া
- ধীমার ভট্টাচার্য- দিপু
- মৌমিতা দেবনাথ- ডলি
- স্বাতী সিং ঘোষ- উর্মি
- রুমা বৈদ্য- তুতুন
- প্রিয়াঙ্কা ঘোষাল- অর্চনা(সানির মা)
- ইপ্সিতা রায় সরকার
- রাজেশ দত্ত
- মীরা দাস
- পারমিতা মুখার্জি
- দেবাশীষ বানার্জি
- প্রীতি জৈন
- কাব্য কাশ্যপ
- রাত্রি চৌধুরী
- দিপংকর
- গৌতম বানার্জি
- ইন্দ্রানী ভট্টাচার্য
- অদ্রিজা ভট্টাচার্য
- শিবু দাস
- অর্কপ্রভ রায়
- উদয়
- প্রিয়াঙ্কা
- অমিতাভ চ্যাটার্জী
- অমিত মানি
- অভূত রায় সরকার
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "61 No. Garpar Lane (2017) Cast - Actor, Actress, Director, Producer, Music Director"। Cinestaan। ২০১৯-০৮-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৯।
- ↑ "61 Garpar Lane"। The Times of India। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ প্রতিবেদন, নিজস্ব। "'৬১ নং গড়পার লেন'-এ ভাড়াটে উত্খাত, তারপর?"। anandabazar.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে ৬১নং গড়পার লেন (ইংরেজি)