উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১০৫

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পশ্চিমভাগ তাম্রশাসন বা চন্দ্রপুর তাম্রশাসন মৌলভীবাজারের রাজনগর উপজেলার পশ্চিমভাগ গ্রামে প্রাপ্ত একটি তাম্রশাসন। এটি দক্ষিণ-পূর্ব বাংলার চন্দ্রবংশীয় রাজাদের প্রণীত ও এখন পর্যন্ত আবিষ্কৃত বারোটি তাম্রশাসনের অন্যতম। চন্দ্রবংশীয় রাজা শ্রীচন্দ্র রাজত্বের পঞ্চম বর্ষে, আনুমানিক ৯৩৫ খ্রিষ্টাব্দে, ব্রাহ্মণদের ভূমিদানের দলিলস্বরূপ শাসনটি জারি করেন। ১৯৬০ এর দশকে আবিষ্কারের পর কমলাকান্ত গুপ্ত উত্তরবঙ্গীয় নাগরী লিপিতে সংস্কৃত ভাষায় লেখা শাসনটির পাঠোদ্ধার করেন। তাম্রশাসনে বৌদ্ধধর্মীয় রাজা শ্রীচন্দ্র ছয় হাজার ব্রাহ্মণকে জমি অনুদান দেন, যা ইতিহাসবিদদের মতে অনন্য। শাসনে শ্রীহট্ট অঞ্চলের নয়টি মঠে ভূমি অনুদানের মাধ্যমে শ্রীচন্দ্র নিজ নামে অধুনালুপ্ত চন্দ্রপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন বলে ধারণা করা হয়। পশ্চিমভাগ শাসনের মাধ্যমেই চন্দ্র রাজবংশ সম্পর্কে বিস্তারিত জানা যায়। এছাড়া শাসনটি সমকালীন পাল সাম্রাজ্যের রাজনৈতিক অবস্থা, বিশেষ করে সাম্রাজ্যে কম্বোজ রাজবংশের উত্থানের ধারণাকে সুপ্রতিষ্ঠিত করে। সিলেট বা তৎকালীন শ্রীহট্টের পুণ্ড্রবর্ধনে অন্তর্ভুক্তির পাশাপাশি পশ্চিমভাগ তাম্রশাসন থেকে মধ্যযুগীয় বাংলার সমাজব্যবস্থা সম্পর্কেও ব্যাপক ধারণা পাওয়া যায়। (বাকি অংশ পড়ুন...)