দ্য লাস্ট টেস্টামেন্ট অব অস্কার ওয়াইল্ড
লেখক | পিটার অ্যাকরয়েড |
---|---|
দেশ | যুক্তরাজ্য |
ভাষা | ইংরেজি |
প্রকাশক | হ্যামিশ হ্যামিলটন |
প্রকাশনার তারিখ | এপ্রিল, ১৯৮৩ |
মিডিয়া ধরন | মুদ্রণ (হার্ডব্যাক ও পেপারব্যাক) |
আইএসবিএন | ৯৭৮-০-২৪১-১০৯৬৪-৯ |
দ্য লাস্ট টেস্টামেন্ট অফ অস্কার ওয়াইল্ড (ইংরেজি: The Last Testament of Oscar Wilde) হল পিটার অ্যাকরয়েড রচিত একটি উপন্যাস। এটি প্রকাশিত হয়েছিল ১৯৮৩ সালে। পরের বছর এই উপন্যাসটি সমারসেট মম পুরস্কার অর্জন করেন।[১]
বিষয়বস্তু
[সম্পাদনা]উপন্যাসটি লিখিত হয়েছে একটি ডায়রির আকারে। ডায়রিটি ১৯০০ সাল থেকে নিজের মৃত্যুর পূর্বাবধি অস্কার ওয়াইল্ডের জবানিতে লেখা। ডায়রিটি এবং এতে প্রদত্ত বিস্তারিত বিবরণগুলি সম্পূর্ণই কাল্পনিক। যদিও উল্লিখিত ঘটনা ও অধিকাংশ চরিত্রই (যেমন লর্ড অ্যালফ্রেড ডগলাস, রবার্ট রস এবং আর্ল অফ রোজবেরি এবং প্রথমে পেন্টনভিলে ও পরে রিডিং-এ তাঁর কারাবাসের ঘটনা) সত্য। এই ডায়রিতে তিনি তাঁর জীবন, সাহিত্যকর্ম এবং বিচার ও কারাবাসের ফলে তাঁর প্রতিপত্তি নষ্টের কথা বলেছেন। এতে ওয়াইল্ডের ধাঁচে বিভিন্ন রূপকথাও অন্তর্ভুক্ত হয়েছে। অবশ্য এগুলি সম্পূর্ণতই অ্যাকরয়েডের মস্তিস্কপ্রসূত। শেষ পৃষ্ঠাগুলি ওয়াইল্ডের ভৃত্য মরিশের জবানিতে রচিত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ O'Mahony, John (২০০৪-০৭-০২)। "Profile: Peter Ackroyd"। The Guardian।