সেকেন্দ্রাবাদ লোকসভা কেন্দ্র
সেকেন্দ্রাবাদ লোকসভা কেন্দ্র | |
---|---|
ভারতীয় নির্বাচনী এলাকা | |
নির্বাচনী এলাকার বিবরণ | |
দেশ | ভারত |
রাজ্য | তেলেঙ্গানা |
বিধানসভা নির্বাচনী এলাকা | ৭ টি |
প্রতিষ্ঠিত | ১৯৫৭-বর্তমান |
মোট নির্বাচক | ১৮,৯৩,৭৪১ [১] |
সংসদ সদস্য | |
১৮তম লোকসভা | |
শায়িত্ব | |
দল | ভারতীয় জনতা পার্টি |
নির্বাচিত বছর | ২০১৯ |
সেকেন্দ্রাবাদ লোকসভা কেন্দ্রটি ভারতের তেলেঙ্গানা রাজ্যের ১৭ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৫২ সালে লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি অসংরক্ষিত একটি আসন এবং মোট ৭ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল তেলুগু। এই লোকসভা কেন্দ্রে ২০১৪ সালে মোট ভোটার সংখ্যা ছিলো ১৮,৯৩,৭৪১ জন।
এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব করেন। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।
এই লোকসভা কেন্দ্রটি তেলেঙ্গানার হায়দ্রাবাদ জেলায় অবস্থিত বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত।[২][৩][৪]
ইতিহাস
[সম্পাদনা]সেকেন্দ্রাবাদ লোকসভা কেন্দ্রে ১৯৫৭ খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৯৫৬ খ্রিস্টাব্দ অবধি এই অঞ্চলটি হায়দ্রাবাদ রাজ্যের অন্তর্ভুক্ত ছিলো পরে রাজ্য পুনর্গঠন আইনে এটি অবিভক্ত অন্ধ্রপ্রদেশ রাজ্যের অন্তর্ভুক্ত হয়৷ [৫] ১৯৫২ খ্রিস্টাব্দের ভারতে সংঘটিত প্রথম নির্বাচনের সময় এই কেন্দ্রটি গঠিত ছিলো না।[৬] অন্ধ্রপ্রদেশ রাজ্যে অন্তর্ভুক্তির পর প্রথম (দ্বিতীয়) নির্বাচনে জয়ী হয়েছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের শ্রী আহমেদ মহিউদ্দিন৷[৭] আবার তেলেঙ্গানা রাজ্য গঠনের পর প্রথম (ষোড়শ) নির্বাচনে জয়ী হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির শ্রী বণ্ডারু দত্তাত্রেয়৷
বিধানসভা কেন্দ্র গুলি
[সম্পাদনা]লোকসভা কেন্দ্রটি তেলেঙ্গানা রাজ্যের ১১৯ টি[৮] বিধানসভা কেন্দ্রের মধ্যে ৭ টি নিয়ে গঠিত। বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য তেলেঙ্গানার বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৭ টি বিধানসভা কেন্দ্রে ইতিপূর্বে ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। এই লোকসভা কেন্দ্রের প্রতিতি বিধানসভা কেন্দ্র অসংরক্ষিত আসন।[৯]
- মুশীরাবাদ বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি তেলেঙ্গানা রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৫৭ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি হায়দ্রাবাদ জেলায় অবস্থিত৷
- অম্বরপেট বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি তেলেঙ্গানা রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৫৯ নং বিধানসভা কেন্দ্র৷ এটি হায়দ্রাবাদ জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷
- খৈরতাবাদ বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি তেলেঙ্গানা রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৬০ নং বিধানসভা কেন্দ্র৷ এটি হায়দ্রাবাদ জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন।
- জুবিলি হিল লোকসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি তেলেঙ্গানা রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৬১ নং বিধানসভা কেন্দ্র৷ এটি হায়দ্রাবাদ জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷৷
- সনৎনগর বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি তেলেঙ্গানা রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৬২ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি হায়দ্রাবাদ জেলায় অবস্থিত৷
- নামপল্লী বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি তেলেঙ্গানা রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৬৩ নং বিধানসভা কেন্দ্র৷ এটি হায়দ্রাবাদ জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷
- সেকেন্দ্রাবাদ বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি তেলেঙ্গানা রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৭০ নং বিধানসভা কেন্দ্র৷ এটি হায়দ্রাবাদ জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৫ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। ১৭ ডিসেম্বর ২০১৮। পৃষ্ঠা 30। ৩ অক্টোবর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৯।
- ↑ https://myneta.info/telangana2018/
- ↑ https://ceotelangana.nic.in/
- ↑ "Reorganisation of states" (পিডিএফ)। Economic Weekly।
- ↑ "1st Lok Sabha"। Lok Sabha। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "2nd Lok Sabha"। Lok Sabha। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Members of Legislative Assembly"। Telangana State Portal। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০৬।
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (পিডিএফ)। Manipur। Election Commission of India। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]